Reliance Capital: শেয়ার দর কমে ১১.২০ টাকা! দেউলিয়া ঘোষণা হবেন আম্বানি?

রিলায়েন্স ক্যাপিটালের স্টকের লেনদেন গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। এই শেয়ারটির দাম বর্তমানে ১১.২০ টাকায় স্থিতিশীল রয়েছে। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের জন্য বিডিংয়ের সময়সীমা ২৮ নভেম্বর শেষ হয়েছে। এই কোম্পানির আটটি ব্যবসার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল।

Updated By: Dec 1, 2022, 02:12 PM IST
Reliance Capital: শেয়ার দর কমে ১১.২০ টাকা! দেউলিয়া ঘোষণা হবেন আম্বানি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনিল আম্বানির ঋণে জর্জরিত সংস্থা রিলায়েন্স ক্যাপিটালের সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি, জানা যায় যে রিলায়েন্স ক্যাপিটালের সহযোগী সংস্থা রিলায়েন্স নিপ্পন লাইফকে বিড়লা গ্রুপ কিন নিতে পারে। এরপর এর শেয়ারে সামান্য বৃদ্ধি দেখা যায়। কিন্তু এখন এই সম্পর্কিত আরও একটি নতুন আপডেট জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, রিলায়েন্স ক্যাপিটালকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলির কমিটি (সিওসি) দরদাতাদের কাছ থেকে প্রাপ্ত সমস্ত বাধ্যতামূলক বিডের পক্ষে নয়।

দরদাতাদের কাছ থেকে প্রাপ্ত দর অত্যন্ত কম

সূত্র মারফত জানা গিয়েছে, রিলায়েন্স ক্যাপিটালের ঋণদাতারা বিশ্বাস করেন যে দরদাতাদের দেওয়া দর খুবই কম। এমন পরিস্থিতিতে COC দরদাতাদের সংশোধিত দর জমা দিতে বলতে পারে। অন্যদিকে যদি সংশোধিত দরও আশানুরূপ না হয় সেই ক্ষেত্রে ঋণদাতারা রিলায়েন্স ক্যাপিটালকে দেউলিয়া প্রক্রিয়ায় পাঠানোর দাবি করতে পারে বলেও মনে করা হচ্ছে।

২৮ নভেম্বর ছিল বিডিংয়ের শেষ তারিখ

এর জন্য, COC-গুলি ঋণ পরিশোধে অক্ষমতা এবং দেউলিয়া কোডে (IBC) সম্প্রতি যোগ করা ধারা ৬(এ) এর সুযোগ নিতে পারে। এর মাধ্যমে একটি কোম্পানির বিভিন্ন ব্যবসা আলাদাভাবে বিক্রি করা যেতে পারে। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের জন্য বিডিংয়ের সময়সীমা ২৮ নভেম্বর শেষ হয়েছে। এই কোম্পানির আটটি ব্যবসার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল।

আরও পড়ুন: Kolkata, Cristmas Cake: এসে গেল সিজন! চলুন কেক বানাই

রিলায়েন্স ক্যাপিটালের স্টকের লেনদেন গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। এই শেয়ারটির দাম বর্তমানে ১১.২০ টাকায় স্থিতিশীল রয়েছে। এই স্টকের ৫২ সপ্তাহের নিম্ন স্তরের কথা বললে তা ছিল ৮.৮০ টাকা। এবং এই সময়কালে এর সর্বোচ্চ মাত্রা ছিল ২৩.৩০ টাকা। একটা সময় ছিল যখন এই শেয়ারের দাম ছিল ৪০০ টাকার উপরে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.