Surya Grahan: ট্রানজিট, সূর্যগ্রহণ, শনিচারী অমাবস্যা! একত্রে কোন বড় পরিবর্তন নিয়ে আসছে জানেন?

আগামি ৮ দিন কি কোনও আতঙ্ক তৈরি হচ্ছে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ৩টি গ্রহ আগামী 8 দিনের মধ্যে একের পর এক রাশিচক্র পরিবর্তন করতে চলেছে। এছাড়াও, মাসের শেষে ঘটতে চলেছে সূর্যগ্রহণ। সব মিলিয়ে কী ঘটবে?

Updated By: Apr 22, 2022, 01:57 PM IST
Surya Grahan: ট্রানজিট, সূর্যগ্রহণ, শনিচারী অমাবস্যা! একত্রে কোন বড় পরিবর্তন নিয়ে আসছে জানেন?

নিজস্ব প্রতিবেদন: এপ্রিলের শেষ সপ্তাহটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে শুধুমাত্র ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে তা-ই নয়, শনিচারী অমাবস্যার দিনে একটি সূর্যগ্রহণও ঘটতে চলেছে। শনিচারী অমাবস্যায় সূর্যগ্রহণের মতো মহাজাগতিক ঘটনা খুব কমই ঘটে।

৩টি রাশিপরিবর্তন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২৫ এপ্রিল বুধ গ্রহ প্রথমে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। সাধারণত এই গ্রহটি ২১ দিনে রাশি পরিবর্তন করে, তবে এবার বুধ ৬৮ দিন ধরে একই রাশিতে থাকবে। যা খুবই বিশেষ ব্যাপার।

এর পরে, ২৭ এপ্রিল শুক্র গ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। যেহেতু মীন রাশি শুক্রের উচ্চতর চিহ্ন, তাই এই পরিবর্তনটিকে বেশিরভাগ ক্ষেত্রেই ভাল বলা যেতে পারে। 

এর পরে, ২৯ এপ্রিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে যখন ৩০ বছর পর শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনি প্রায় আড়াই মাস এই রাশিতে অবস্থান করবে, তারপর পিছিয়ে যাবে এবং মকর রাশিতে ফিরে আসবে। পরের দিন ৩০ এপ্রিল শনিচারী অমাবস্যার দিন সূর্যগ্রহণ।

বুধ, শুক্র ও শনির গমনের প্রভাব আবহাওয়া, ব্যবসা-বাণিজ্য, বিশ্বশান্তি ইত্যাদি নানা বিষয়ে দেখা যাবে। গ্রহ পরিবর্তনের কারণে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হতে পারে। কোথাও বৃষ্টি হতে পারে, কোথাও গরম পড়তে পারে। দেশ ও বিশ্বের বাণিজ্যে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে। সংবিধান বা অন্য কোনো বিষয়ে বিরোধ তৈরি হতে পারে। এতে কিছু জায়গায় অশান্তি হতে পারে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও থাকছে।

আরও পড়ুন: Surya Grahan: সামনেই সূর্য গ্রহণ! এই ৩ রাশির লোকজন খুব সতর্ক থাকুন! জেনে নিন, কীভাবে এড়াবেন গ্রহণের অশুভ প্রভাব

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.