ঘরেই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো সুস্বাদু গার্লিক ফিশ

মাছের একঘেয়ে পদ থেকে মুক্তি পেতে বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁর মত সুস্বাদু অথচ সহজ এই রেসিপি। আজ বানিয়ে দেখুন সুস্বাদু গার্লিক ফিশ।

Updated By: May 19, 2018, 11:17 AM IST
ঘরেই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো সুস্বাদু গার্লিক ফিশ

বাঙালির পাতে মাছের নানা পদ আবারও ফিরেছে নানা উপাদেয় স্বাদে। কারণ, রাজ্যে সাম্প্রতিক ভাগাড় কাণ্ডের জেরে চিকেন-মটনের প্রায় সব পদই এখন ব্রাত্য বাঙালির পাতে। তবে মাছের একঘেয়ে পদ থেকে মুক্তি পেতে বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো সুস্বাদু অথচ সহজ রেসিপি গার্লিক ফিশ। আসুন শিখে নেওয়া যাক সুস্বাদু গার্লিক ফিশ বানানোর কৌশল।

৪ জনের জন্য গার্লিক ফিশ বানাতে লাগবে:

• ম্যারিনেশনের জন্য:
৮ থেকে ১২ টুকরো বোনলেস ভেটকি বা ভোলা মাছ
হাফ চা চামচ লবন
হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ টেবল চামচ সয়া সস
১ টেবল চামচ ভিনিগার

আরও পড়ুন: শিখে নিন লোভনীয় তেল কই বানানোর কৌশল

• ব্যাটারের জন্য:
১টা ডিম
২ টেবল চামচ কর্ন ফ্লাওয়ার
২ টেবল চামচ ময়দা
১ চিমটি লবন
হাফ চা চামচ বেকিং পাউডার
ফ্রাই করার জন্য তেল

• সসের জন্য:
৮টা (কুচনো) কাঁচা লঙ্কা
৮ কোয়া রসুন
১ টেবল চামচ সয়া সস
১ চা চামচ চিলি সস
১ টেবল চামচ কর্ন ফ্লাওয়ার
১ কাপ জল
১ টেবল চামচ তেল

আরও পড়ুন: স্বাদ বদলে মুখোরোচক পনির ভুরজি

গার্লিক ফিশ বানানোর পদ্ধতি:

মাছ লবন, সয়া সস, গোল মরিচ গুঁড়ো, ভিনিগার দিয়ে হাফ ঘণ্টা ম্যারিনেড করে রাখুন।

একটা বড় বাটিতে ডিম, নুন, কর্ন ফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন। প্রয়োজন হলে একটু জল দিন।

এই ব্যাটারে মাছ ডুবিয়ে সোনালি বাদামি করে ভেজে তুলুন।

এ বার সস বানানোর জন্য: প্যানে তেল গরম করুন।

কাঁচা লঙ্কা কুচি ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে জল দিয়ে দিন।

ফুটতে শুরু করলে সয়া সস দিন। কর্ন ফ্লাওয়ার জলে গুলে এর সঙ্গে মিশিয়ে দিন।

চিলি সস দিয়ে ঘন গ্রভি তৈরি নিন।

মাছ পরিবেশন করার প্লেটে সাজিয়ে উপর থেকে গরম এই সস ঢেলে দিন।

সুস্বাদু গার্লিক ফিশ তৈরী।

.