জানেন আমাদের দেশের মেয়েরা সিঁদুর পরে কেন?

ভারতীয় নারীদের সিঁদুর পরতে দেখলে কী ভালো লাগে না? শুধু ভারতীয়রাই তো নয়, বিদেশিরাও ভারতীয় নারীদের শাড়ি আর সিঁদুরের প্রশংসা করে আসছেন চিরকাল। আমাদের দেশের মেয়েরা বিয়ের পর সিঁদুর পরবেন এটাই স্বাভাবিক। এখন অবশ্য যুগ বা দিন পাল্টেছে অনেক। শহরের মেয়েরা অনেকেই এখন আর সিঁদুর পরেন না।

Updated By: Oct 19, 2016, 10:34 AM IST
জানেন আমাদের দেশের মেয়েরা সিঁদুর পরে কেন?

ওয়েব ডেস্ক: ভারতীয় নারীদের সিঁদুর পরতে দেখলে কী ভালো লাগে না? শুধু ভারতীয়রাই তো নয়, বিদেশিরাও ভারতীয় নারীদের শাড়ি আর সিঁদুরের প্রশংসা করে আসছেন চিরকাল। আমাদের দেশের মেয়েরা বিয়ের পর সিঁদুর পরবেন এটাই স্বাভাবিক। এখন অবশ্য যুগ বা দিন পাল্টেছে অনেক। শহরের মেয়েরা অনেকেই এখন আর সিঁদুর পরেন না।

আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের

কিন্তু জানেন কী যে, আমাদের দেশের মেয়েরা সিঁদুর পরেন কেন? আসলে আগেকার দিনে সিঁদুর তৈরি হত বাড়িতেই। তাতে কোনওরকম কেমিক্যাল ব্যবহার করা হত না। বরং, একেবারে ভেষজ পদ্ধতি মেনেই তৈরি হতো সিঁদুর। যা মহিলাদের ত্বকের কোনও ক্ষতি তো করতোই না বরং, ত্বককে রাখতো আরও ভালো। নিচের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন এ দেশের মেয়েরা বিয়ের পর সিঁদুর পরেন।

 

 

.