একদিনে তিনবার কেঁপে উঠল গুজরাট! কম্পন অনুভূত হয়েছিল একদিন আগেও

 তৃতীয় বড় ধাক্বাটি লাগে দুপুর ১ টা ৩৮ মিনিটে।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Aug 17, 2020, 06:33 PM IST
একদিনে তিনবার কেঁপে উঠল গুজরাট! কম্পন অনুভূত হয়েছিল একদিন আগেও
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: একই দিনে তিনবার কেঁপে উঠলো গুজরাট। সোমবার গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের জামনগর ও কচ্ছ্বতে তিনবার অনুভূত হলো ভূমিকম্প। যদিও এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

প্রথম বার কম্পন অনুভূত হয় সকাল ৬ টা বেজে ৮ মিনিটে। তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ১.৮ ম্যাগনিটিউড। ঘন্টা তিনেক কাটতেই ফের কেঁপে ওঠে কচ্ছ্ব। ৯ টা বেজে ২১ মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল ২.১ ম্যাগনিটিউড। তৃতীয় বড় ধাক্বাটি লাগে দুপুর ১ টা ৩৮ মিনিটে। জামনগর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এপিসেন্টার থেকে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১ ম্যাগনিটিউড। এমনটাই জানিয়েছে গান্ধীনগরের ইনস্টিটিউট অব সেইসমোলজিক্যাল রিসার্চ (ISR)।

সকাল ৬ টা ৮-এর ভূমিকম্পের এপিসেন্টার ছিল কচ্ছ্বের ভাচায়ু থেকে ১৪ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। আর ৯ টা ২১-এর ভূমিকম্পের এপিসেন্টার ছিল খাবদা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে।

রবিবারও রাত ১০ টা ৯ মিনিটে কেঁপে উঠেছিল জামনগর। লালপুর শহর থেকে ২৭ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ছিল তার এপিসেন্টার।

আরও পড়ুন: আটকে গিয়েছে গাড়ি, জওয়ানদের কাঁধে ভর করে নদী পেরিয়ে গ্রামে পৌঁছল সহযোদ্ধার মৃতদেহ

.