অক্সিজেনের অভাবে উত্তরপ্রদেশের গোরক্ষপুর হাসপাতালে মৃত্যু ৩০ শিশুর
ওয়েব ডেস্ক : অক্সিজেনের সরবরাহের অভাবে গত ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের গোরক্ষপুরের হাসপাতালে মৃত্যু হল ৩০ শিশুর। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে দেশজুড়ে। গোরক্ষপুরের জেলাশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪৮ ঘণ্টায় এনকেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয় শিশুরা। তাদের চিকিত্সাও চলছিল সেখানে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে সংস্থাকে সেখানে অক্সিজেন সরবরাহ করার বরাত দেওয়া হয়েছিল, হঠাত্ই গতকাল রাত থেকে তারা সেই সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরপরই বিপদজনক ঘটনাটি ঘটে যায়।
যে শিশুদের মৃত্যু হয়েছে সেখানে তারা হাসপাতালের তিনটি ওয়ার্ডে ভর্তি ছিল বলে জানা গেছে। প্রসঙ্গত, দিন দুয়েক আগে এই হাসপাতাল পরিদর্শনে গেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন- শকিং নেশা! ইনি বিদ্যুত্ 'খেয়েই' খিদে মেটান