বাবরি মামলায় ৩ মাসের মধ্যে ঐতিহাসিক নথি অনুবাদের সুপ্রিম নির্দেশ

Updated By: Aug 11, 2017, 09:19 PM IST
বাবরি মামলায় ৩ মাসের মধ্যে ঐতিহাসিক নথি অনুবাদের সুপ্রিম নির্দেশ

ওয়েব ডেস্ক: বাবরি বিতর্ক মেটাতে ঐতিহাসিক নথি অনুবাদের কাজ আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড শীর্ষ আদালতে জানায়, অনুবাদের কাজ এখনও শেষ হয়নি। আর তারপরই আজ আদালত সময় বেঁধে দেয়।

প্রসঙ্গত, বাবরি ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি জেএস কেহরের তৈরি করে দেওয়া তিন বিচারকের বেঞ্চে (বিচারপতি দীপক মিশ্র, অশোক ভূষণ ও এসএ নাজির) এখন সেই মামলার সুনানি চলছে। গত ৮ই অগস্ট উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টে জানায় যে, অযোদ্ধার বিতর্কিত এলাকা থেকে দূরত্ব বজায় রেখে মুসলিম প্রধান এলাকায় মসজিদ তৈরি করা যেতে পারে। বোর্ড হলফনামার মাধ্যমে আরও জানায়, বাবরি মসজিদের জমি তাদেরই সম্পত্তি এবং তারাই কেবল এবিষয়ে মধ্যস্থতা করার অধিকারী।

উল্লেখ্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট গোটা এলাকাটি 'রামলালা', 'নির্মোহী আখড়া' এবং 'সুন্নি ওয়াকফ বোর্ডে'র মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয়। সেই সময় থেকেই মামলাটি দেশের শীর্ষ আদালতের বিরাচারাধীন।

.