খোঁজ মিলেছে ৭২ কোটি বেনামি উপার্জনের, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Updated By: Jul 23, 2017, 01:30 PM IST
খোঁজ মিলেছে ৭২ কোটি বেনামি উপার্জনের, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ওয়েব ডেস্ক : কালো টাকা উদ্ধারে বেশ বড়সড় সাফল্যের কথা সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। ৩ বছরে প্রায় ৭২ কোটি টাকা বেনামি উপার্জনের হদিশ মিলেছে বলে, কেন্দ্রের তরফে দেশের শীর্ষ আদালতে জানানো হয়েছে।

সু্প্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্র জানিয়েছে, ২০১৪-র এপ্রিল থেকে ২০১৭-র ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৫,০০০-এর বেশি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। আয়করের ২,২০০টি দল এই তল্লাশি অভিযানে অংশ নেয়। সেইসব তল্লাশিতেই খোঁজ মেলে ৭১,৯৪১ কোটি টাকার বেনামি উপার্জনের। যার মধ্যে নগদের সঙ্গে রয়েছে স্থাবর-অস্থাবর সম্পত্তিও। সেইসঙ্গে নোটবন্দির সময়ে, ৯ নভেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে জমা পড়া 'অঘোষিত আয়'-এর পরিমাণ ৫,৪০০ কোটির বেশি। বাজেয়াপ্ত হয় প্রায় ৩০৪ কেজি সোনা।

আরও পড়ুন, সরকারি নির্দেশিকা সত্ত্বেও ২০০ কোটির পুরনো নোট নিতে অস্বীকার RBI-এর

.