দীপাবলির আগেই সুখবর, বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি অধ্যাপকদের

Updated By: Oct 12, 2017, 11:02 AM IST
দীপাবলির আগেই সুখবর, বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি অধ্যাপকদের

ওয়েব ডেস্ক:  দীপাবলির আগেই শিক্ষক, অধ্যাপকদের জন্য সুখবর। সপ্তম পে কমিশন অনুযায়ী, বিশাল অঙ্কের বেতন বাড়বে কেন্দ্রীয়, রাজ্য ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের। এর ফলে উপকৃত হবেন প্রায় সাড়ে সাত লক্ষ অধ্যাপক। বুধবারই একথা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভড়েকর।

আরও পড়ুন: আরুষি হত্যা মামলায় আজ তলোয়ার দম্পতির ভাগ্য নির্ধারণ

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে দেশের ৩২৯ টি রাজ্য বিশ্ববিদ্যালয় এবং ১২,৯১২ টি কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা সপ্তম পে কমিশন অনুযায়ী বর্ধিত হারে বেতন পাবেন। বর্ধিত বেতন পাবেন কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সরকারের পরিচালিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও।

অধ্যাপক বেতন প্রায় ২২-২৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মূলত কেন্দ্রীয় সরকারের ' স্কল ইন্ডিয়া' নীতিতে গতি আনতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, ''আমরা মেধাকে গুরুত্ব দিতে চাই। তাই আমরা চাই আরও বেশি করে মেধাবী মানুষ যাতে এই পেশার সঙ্গে যুক্ত হোন।''

আরও পড়ুন: গত অর্থবর্ষের তুলনায় প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ বাড়ল

.