সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পরও আধার ফয়সলা অধরা

আধার মামলায় রায় দিল না সুপ্রিম কোর্ট। 

Updated By: May 10, 2018, 07:05 PM IST
সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পরও আধার ফয়সলা অধরা

নিজস্ব প্রতিবেদন: আধারের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলায় রায় আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। প্রায় ৪ মাস ধরে চলছে ম্যারাথন শুনানি। আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, জুলাই বা অগাস্ট মাসে ইতিবাচক রায় দিতে পারে আদালত। 

আধারের সাংবিধানিক বৈধতার শুনানি শুরু হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। তারপর ৩৮ দিন ধরে চলেছে শুনানি। এর আগে কেশবানন্দ ভারতীর মামলায় দীর্ঘ পাঁচ মাস ধরে চলেছিল শুনানি। সেই মামলার আবেদনে ছিল, সংসদের সংবিধান সংশোধনের অধিকার কি অপরিসীম? সব মৌলিক অধিকার কি কেড়ে নিতে পারে সংসদ? ১৯৭৩ সালে পাঁচ মাস ধরে চলেছিল এই মামলার বিচারপ্রক্রিয়া। 

গতবছর ব্যক্তি স্বাধীনতাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। নাগরিকের ব্যক্তিগত তথ্য সংবলিত ১২ সংখ্যার আধার কি ব্যক্তি পরিসরে অনুপ্রবেশ করছে, তা খতিয়ে দেখছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বিভিন্ন সরকারি পরিষেবায় আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। মামলাকারীদের বক্তব্য, গোপনীয়তার শর্ত লঙ্ঘন করছে এই আধার।   

আরও পড়ুন- প্যারোলে মুক্তির পরও 'মুক্ত' নন লালু, মানতে হবে একাধিক শর্ত

.