টার্গেট ১৬২ জন দুর্নীতিগ্রস্ত সাংসদ, ৩৫০টি আসনে লড়বে আপ

বিধানসভায় বিপুল জয় পেলেও লোকসভা ভোটে কূল পাবে না আপ। ক্ষমতায় আসার পর থেকেই এরকমই শুনতে হচ্ছিল এরকম অনেক কথা। অবশেষে লোকসভা ভোটে মোট ৫৪৩টি আসনের মধ্যে ৩৫০টি আসনে লড়ার সিদ্ধান্ত নিল আপ।

Updated By: Jan 31, 2014, 10:35 AM IST

বিধানসভায় বিপুল জয় পেলেও লোকসভা ভোটে কূল পাবে না আপ। ক্ষমতায় আসার পর থেকেই এরকমই শুনতে হচ্ছিল এরকম অনেক কথা। অবশেষে লোকসভা ভোটে মোট ৫৪৩টি আসনের মধ্যে ৩৫০টি আসনে লড়ার সিদ্ধান্ত নিল আপ।

দুর্নীতি ও অপরাধমূলক কাজের বিরোধিতা করেই ১৬২টি আসনকে পাখির চোখ করছে আপ। এই ১৬২টি আসনের সাংসদদের বিরুদ্ধেই রয়েছে অভিযোগ। এদের মধ্যে রয়েছেন পি চিদম্বরম(অর্থমন্ত্রী), সুশীলকুমার শিন্ডে(স্বরাষ্ট্র মন্ত্রী), কপিল সিব্বল(মানবাধিকার উন্নয়ন), প্রফুল পটেল(ভারী শিল্প), কমল নাথ(সংসদ বিষয়ক মন্ত্রী), ফারুক আবদুল্লাহ ও সলমন খুরশিদ। টুজি কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন টেলিকম মন্ত্রী ডিএমকে সদস্য এক কে রাজাও রয়েছেন আপের তালিকায়।

বৃহস্পতিবার আপের ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপের মুথপাত্র সঞ্জয় সিং বলেন, আমরা যেহেতু অপরাধীদের ও দুর্নীতিগ্রস্তদের সমূলে উত্পাটন করতে চাইছি। তাই পাখির চোখ এই ১৬২টি সিট। অন্যান্য ইস্যু নিয়ে শুক্রবার বৈঠকে বসছে আপ।

.