ফের ফেল সিবিআই, টুজি-র পর এবার আদর্শ দুর্নীতিকাণ্ডে স্বস্তিতে কংগ্রেস

আদর্শ আবাসন দুর্নীতিতে বম্বে হাইকোর্টের রায়ে স্বস্তি পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন। 

Updated By: Dec 22, 2017, 01:37 PM IST
ফের ফেল সিবিআই, টুজি-র পর এবার আদর্শ দুর্নীতিকাণ্ডে স্বস্তিতে কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: টুজিকাণ্ডের পর এবার আদর্শ দুর্নীতি মামলাতেও স্বস্তি পেল কংগ্রেস। আদর্শকাণ্ডে অভিযুক্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বনের বিরুদ্ধে মামলা দায়ের করতে সিবিআই-কে ছাড়পত্র দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। সেই নির্দেশ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। আদালত জানাল, আদর্শ আবাসন সোসাইটি দুর্নীতিতে সিবিআই অশোক চহ্বনের বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করতে পারেনি।

আদালতের রায়ের পর কংগ্রেস নেতা অশোক চহ্বনের প্রতিক্রিয়া, ''সত্যের জয় হল। রাজনৈতিক কারণে রাজ্যপালের দফতর থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল।''

আরও পড়ুন- প্রমাণ ছাড়াই ইউপিএ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে নেমেছিল বিজেপি: মনমোহন

আদর্শ আবাসন দুর্নীতিতে নাম জড়ানোয় মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কংগ্রেসের অশোক চহ্বন। সরকার পরিবর্তনের পর ২০১৬ সালে ফৌজদারি ষড়যন্ত্র, জালিয়াতির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় অশোক চহ্বনের বিরুদ্ধে সিবিআইকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাও। রাজ্যপালের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন চহ্বন।

কার্গিল শহিদদের পরিবারের জন্য দক্ষিণ মুম্বইতে আদর্শ আবাসন সোসাইটি তৈরি করেছিল তত্কালীন। অভিযোগ, ৪০ শতাংশ ফ্ল্যাট সাধারণ মানুষকে বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি অতিরিক্ত জায়গার অনুমতি দিয়ে নিজের দুই আত্মীয়ের জন্য ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল অশোক চহ্বনের বিরুদ্ধে।  

.