বৈঠক ফলপ্রসূ, ফেরার সম্ভাবনা উজ্জ্বল ইতালীয় নাগরিকদের

ওড়িশায় মাওবাদীদের হাতে অপহৃত ইতালীয় নাগরিক ক্ল্যানডিও কোলানজিলোর মুক্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হল। শুক্রবার সরকার ও মধ্যস্থতাকারীদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকের পর মাওবাদীদের পক্ষে মধ্যস্থতাকারী দণ্ডপাণি মহান্তি জানান আগামী কাল এই সমস্যার সমাধান হতে পারে।

Updated By: Mar 23, 2012, 12:40 PM IST

ওড়িশায় মাওবাদীদের হাতে অপহৃত ইতালীয় নাগরিক ক্ল্যানডিও কোলানজিলোর মুক্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হল। শুক্রবার সরকার ও মধ্যস্থতাকারীদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকের পর মাওবাদীদের পক্ষে মধ্যস্থতাকারী দণ্ডপাণি মহান্তি জানান আগামী কাল এই সমস্যার সমাধান হতে পারে।
মাওবাদীদের হাতে অপহৃত ইতালির পর্যটক ক্ল্যানডিও কোলানজিলো অসুস্থ থাকায় তাকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল মাওবাদীরা। শনিবার তাঁকে ছাড়া হতে পারে বলে মনে করছেন মধ্যস্থতাকারীরা। সরকারের তরফে আলোচনায় অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্র, পঞ্চায়েত ও উপজাতি কল্যাণ দফতরের সচিবরা।
প্রথমে মাওবাদীরা ১৩ দফা দাবির কথা প্রথমে তুললেও এখন মূলত দুটি দাবিতেই তারা জোর দিচ্ছে। পুরনো মামলায় যে ৫ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তি এবং এনকাউন্টার সহ বিভিন্ন কারণে অভিযুক্ত পুলিস আধিকারিকদের শাস্তি, এই দুটি দাবিই তারা এখন তুলছে। যাদের ছাড়ার দাবি জানানো হয়েছে, তাদের মধ্যে মাওবাদীদের রাজ্য সম্পাদক সব্যসাচী পাণ্ডার স্ত্রী শুভশ্রী ওরফে মিলি পাণ্ডাও রয়েছেন। আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে কোবাড গান্ধী এবং অমিত বাগচির মতো মাওবাদী নেতাদের ভুবনেশ্বরের  জেলে আনার দাবিও তুলেছেন দণ্ডপানী মহান্তি। তবে মাওবাদীদের দাবি নিয়ে সরকারি তরফে এখনও কিছুই জানানো হয়নি। সম্ভবত চাপ বাড়ানোর কৌশলে মাওবাদীরা কতদূর এগোতে পারে তাই আঁচ করে পা ফেলতে চাইছে ওড়িশা সরকার।
এরই মধ্যে ওড়িশার মালকানগিরিতে এদিন কৃষ্ণচন্দ্র রথ নামে এক এএসআই-কে গুলি করা হয়েছে। এই খুনের ঘটনায় অভিযোগের তির মাওবাদীদের দিকেই। এই মৃত্যুর ঘটনা আলোচনায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে সরকার এবং রাজনৈতিক মহলের একাংশ।

.