লোকসভা নির্বাচন করাতে হবে ব্যালটে, নির্বাচন কমিশনের বৈঠকে একজোট প্রায় সব দল

এদিন নির্বাচন কমিশনের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র অভিষে মনু সিংভি। তিনি বলেন, কোনও কারণে ব্যালটে ভোট করানো সম্ভব না হলে ভোটে ব্যবহৃত ইভিএমের ও ভিভিপ্যাটের ফল অন্তত ৩০ শতাংশ ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে হবে।

Updated By: Aug 27, 2018, 09:56 PM IST
লোকসভা নির্বাচন করাতে হবে ব্যালটে, নির্বাচন কমিশনের বৈঠকে একজোট প্রায় সব দল

নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে ফের একবার ব্যালটে ভোট করানোর দাবিতে সরব হল অধিকাংশ রাজনৈতিক দল। সোমবার এই বৈঠকে কংগ্রেসের নেতৃত্বে দেশের ৭০ শতাংশ রাজনৈতিক দল ব্যালট ফেরানোর দাবিতে সোচ্চার হয়। বৈঠকে কার্যত এক ঘরে হয়ে যায় বিজেপি। বিরোধী দলগুলির দাবি,  ২০১৯ সালের লোকসভা নির্বাচন হোক ব্যালটে। 

এদিন নির্বাচন কমিশনের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র অভিষে মনু সিংভি। তিনি বলেন, কোনও কারণে ব্যালটে ভোট করানো সম্ভব না হলে ভোটে ব্যবহৃত ইভিএমের ও ভিভিপ্যাটের ফল অন্তত ৩০ শতাংশ ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে হবে।

এছাড়া এদিন নির্বাচনের খরচে লাগাম টানার পক্ষেও জোরদার সওয়াল করে কংগ্রেস। সিংভি বলেন, 'আপনারা জানেন সম্প্রতি একটি রাজনৈতিক দল (পড়ুন বিজেপি) ভোটে কী ভাবে পয়সা খরচ করেছে। এই পরিস্থিতিতে আমরা খরচে লাগাম টানার দাবি জানিয়েছি।' 

প্রধানমন্ত্রীর ভাষণের জন্যই বাজপেয়ী ১৬ অগাস্ট পৃথিবী ছেড়ে চলে গেলেন : সঞ্জয় রাউত

সিংভির দাবি, 'এদিনের বৈঠকে হাজির ৭০ শতাংশ রাজনৈতিক দল কংগ্রেসের দাবিগুলিকে সমর্থন জানিয়েছে।' এছাড়া এদিন ভোটার তালিকায় দ্রুত সংশোধন, মহিলা সংরক্ষণ, প্রতিবন্ধীদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা ও নির্বাচনী বন্ড নিয়েও নিজেদের বক্তব্য জানিয়েছে কংগ্রেস। 

এদিনের বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি মুকুল ওয়াসনিক বলেন,'ইভিএমের প্রতি সাধারণ মানুষ ক্রমশ আস্থা হারাচ্ছে। অধিকাংশ রাজ্যে নির্বাচনের সময় ভোটযন্ত্রে নানা ত্রুটি ধরা পড়ছে। অনেক ক্ষেত্রে যে কোনও বোতাম টিপলে একই দলের ঝুলিতে ভোট যাচ্ছে এমন নজিরও দেখা গিয়েছে।'

 

.