পাক বিদেশমন্ত্রকের চিঠি ছাড়াই POK-র বাসিন্দার ভিসা মঞ্জুর

Updated By: Jul 18, 2017, 09:48 PM IST
পাক বিদেশমন্ত্রকের চিঠি ছাড়াই POK-র বাসিন্দার ভিসা মঞ্জুর

ব্যুরো: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অঙ্গ। তাই, ওই এলাকার নাগরিকের ভিসার জন্য সরতাজ আজিজের চিঠি দরকার নেই। পাক বিদেশমন্ত্রকের চিঠি ছাড়াই পাক-অধিকৃত কাশ্মীরের এক নাগরিককে মেডিক্যাল ভিসা মঞ্জুরের কথা জানিয়ে, ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন সুষমা স্বরাজ। পাক উস্কানিতে অশান্ত কাশ্মীর। বিচ্ছিন্নতাবাদী থেকে জঙ্গি। ওপারের মদতে সবারই বাড়বাড়ন্ত। মানবিকতার হাত ধরেই এ বার পাকিস্তানকে পাল্টা জবাব দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। 

ওসামা আলি। বয়স ২৪। পাক-অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের বাসিন্দা। লিভারে টিউমার। চিকিত্‍সার জন্য দিল্লি আসতে চান। ওসামাকে চিকিত্‍সার জন্য ভারতে আসার অনুমতি দিয়েই পাকিস্তানকে কড়া জবাব দিতে চাইছে সাউথ ব্লক। বিদেশমন্ত্রকের নিয়ম অনুযায়ী, কোনও পাক নাগরিক চিকিত্‍সার জন্য ভারতে আসতে চাইলে তাঁকে নওয়াজ শরিফের বিদেশনীতি সংক্রান্ত
উপদেষ্টা সরতাজ আজিজের চিঠি দেখাতে হয়। 

ওসামাকে সরতাজ আজিজের চিঠি ছাড়াই ভারতে আসার ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রীর টুইটে বলা হয়েছে, পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান বেআইনি পথে এই ভূখণ্ড দখলে রেখেছে। আমরা তাঁকে ভিসা দিচ্ছি। কোনও চিঠি লাগবে না। কাশ্মীরের স্বাধীনতার কথা বলে ইসলামাবাদের লাগাতার উস্কানির মধ্যে ওসামা আলির ভিসা মঞ্জুরের কথা জানিয়ে দিল্লি কড়া বার্তা দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, এ সবের মধ্যেও পাকিস্তান আছে পাকিস্তানেই।

.