"ভোটে জিতলে উত্তরপ্রদেশে বন্ধ হবে কসাইখানাগুলি" : অমিত শাহ

ভোটে জিতলে উত্তরপ্রদেশে বন্ধ হবে কসাইখানাগুলি। শ্বেত বিপ্লবের সূচনা হবে। A DIALOGUE WITH JC অনুষ্ঠানে জি মিডিয়াকে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Updated By: Feb 27, 2017, 08:55 AM IST
"ভোটে জিতলে উত্তরপ্রদেশে বন্ধ হবে কসাইখানাগুলি" : অমিত শাহ

ওয়েব ডেস্ক: ভোটে জিতলে উত্তরপ্রদেশে বন্ধ হবে কসাইখানাগুলি। শ্বেত বিপ্লবের সূচনা হবে। A DIALOGUE WITH JC অনুষ্ঠানে জি মিডিয়াকে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

উত্তরপ্রদেশে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে চলেছে বিজেপি। নিশ্চিত বিজেপি সভাপতি অমিত শাহ। কসাইখানাগুলি বন্ধ করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। A DIALOGUE WITH JC অনুষ্ঠানে জি মিডিয়ার সিইও রিজিওনাল জগদীশ চন্দ্রের সঙ্গে কথা বলেন বিজেপি সভাপতি। তাঁর মতে উত্তরপ্রদেশের শ্বেত বিপ্লবের পথে বাধা এই কসাইখানাগুলি।

মানুষের ভাল করতে যতদূর সম্ভব যাবে মোদী সরকার। এতে কোনও দ্বিধা, দ্বন্দ্ব বা ভয়ের প্রশ্নই নেই। দাবি করলেন বিজেপি সভাপতি।

অমিত শাহের পুরো ইন্টারভিউ দেখুন সোমবার রাত সাড়ে নটায়। জি মিডিয়ার সবকটি রিজিওনাল চ্যানেলে। (আরও পড়ুন-ISRO আমাদের জীবনে নতুন বসন্ত এনে দিয়েছে: নরেন্দ্র মোদী)

.