বেনারসে হাজির আপ সুপ্রিমো, আজই সম্ভবত নির্বাচনের সবচেয়ে বর্ণময় মোদী-কেজরিওয়াল ডুয়েলের ঘোষণা

বেনারসে কি দেখা মিলবে মোদী-কেজরিওয়াল ডুয়েলের? আজই হয়ত এই প্রশ্নের উত্তর মিলবে। ইতিমধ্যেই বেনারসে পৌঁছে গেছেন অরবিন্দ কেজরিওয়াল। সম্ভবত আজই ঘোষণা করবেন আসন্ন লোকসভা নির্বাচনে বেনারস থেকে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধীতা করবেন কিনা। তবে তার আগে মঙ্গলবার কাশী বিশ্বনাথের মন্দির দর্শনটাও সেরে রাখবেন আপ সুপ্রিমো।

Updated By: Mar 25, 2014, 11:48 AM IST

বেনারসে কি দেখা মিলবে মোদী-কেজরিওয়াল ডুয়েলের? আজই হয়ত এই প্রশ্নের উত্তর মিলবে। ইতিমধ্যেই বেনারসে পৌঁছে গেছেন অরবিন্দ কেজরিওয়াল। সম্ভবত আজই ঘোষণা করবেন আসন্ন লোকসভা নির্বাচনে বেনারস থেকে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধীতা করবেন কিনা। তবে তার আগে মঙ্গলবার কাশী বিশ্বনাথের মন্দির দর্শনটাও সেরে রাখবেন আপ সুপ্রিমো।

তবে কেজরিওয়াল আগেই জানিয়েছিল মোদীর বিরুদ্ধে বেনারস থেকে তিনি নির্বাচনে প্রতিদন্ধীতা করতে চান তিনি। শুধু নমোর বিরুদ্ধে দাঁড়ানোই নয় নিজের জয় সম্পর্কেও তিনি নিশ্চিত বলে ঘোষণা করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে বেনারসের জনতার মত থাকলে তবেই তিনি নমিনেশন জমা দেবেন এমনটাই জানিয়েছিলেন কেজরিওয়াল। মোদী- কেজরিওয়াল এপিক যুদ্ধের দেখা মিলবে কিনা মঙ্গলবার বেনারসেই হয়ত হয়ে যাবে তার ফয়সলা।

তবে অধিকাংশ আপ সমর্থকদের বিশ্বাস করেন আজকের বেনারস দর্শন নিছক লৌকিকতা ছাড়া আর কিছুই নয়। তাঁদের মতে ভোটের ময়দানে বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নামার সিদ্ধান্তটা আপ প্রধান নিয়েই ফেলেছেন। তাঁর প্রখ্যাত মোদী বিরোধীতার প্র্যাকটিকাল প্র্যাকটিসের সূচনাটাও হয়ত হয়ে যাবে এই লোকসভা নির্বাচনের হাত ধরে।

.