মোদীর রাজ্যে আধঘণ্টা আটক কেজরিয়াল, ছাড়া পেয়েই মোদীকে জন-বিরোধী তকমা

আটকমুক্ত হয়েই নরেন্দ্রমোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার মোদীকে কৃষক-বিরোধী ও জন-বিরোধী বলে মন্তব্য করেন আম আদমি পার্টি প্রধান। এ দিন উত্তর গুজরাতের রাধানপুর থানায় ৩০ মিনিটের আটক করা হয়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Updated By: Mar 6, 2014, 10:07 AM IST

আটকমুক্ত হয়েই নরেন্দ্রমোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার মোদীকে কৃষক-বিরোধী ও জন-বিরোধী বলে মন্তব্য করেন আম আদমি পার্টি প্রধান। এ দিন উত্তর গুজরাতের রাধানপুর থানায় ৩০ মিনিটের আটক করা হয়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

গুজরাতকে উন্নয়নের মডেল হিসেবে বরাবরই দাবি করে এসেছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে ৪দিনের গুজরাত সফরে গিয়েছেন কেজরিওয়াল। মোদীর রাজ্যে গিয়েই আটকের মুখে পড়েন তিনি। বলেন, "এখানে কোনও উন্নয়ন হয়নি। মোদী কৃষক-বিরোধী ও জন-বিরোধী নেতা। গুজরাতে শুধুই শিল্পপতিরা লাভবান হয়েছেন। মোদী সারা দেশে প্রচার মিছিলে গুজরাতের উন্নয়ন সম্পর্কে অবাস্তব দাবি করেছেন।``

কিন্তু কেন আটক করা হল কেজরিয়ালকে? একটি সংবাদ সংস্থাকে আম আদমি পার্টির এক নেতা জানিয়েছেন নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশের পর মডেল কোড অফ কনডাক্ট ভাঙার অভিযোগে কেজরিয়ালকে আটক করা হয়। কেজরিওয়ালকে তাঁর রাস্তাতেই আটক করে পুলিস। কোনও রাজনৈতিক মিছিল না করা সত্ত্বেও বা গাড়িতে স্পিকার না থাকা সত্ত্বেও কেন তাঁকে আটক করা হল সে বিষয়ে পুলিসকে প্রশ্ন করেছিলেন আপ প্রধান। কিন্তু তা সত্ত্বেও তাদের থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন দলীয় সদস্য।

.