৭০% ভোটদানের আশা দিল্লির নির্বাচনে, জয় নিয়ে নিশ্চিত কেজরিওয়াল-বেদী উভয়ই

৪টে ১: মুখ্য ইলেকশন কমিশনার এইচএস বর্মা জানিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনে শেষপর্যন্ত ৭০% ভোট পড়বে।

Updated By: Feb 7, 2015, 04:40 PM IST
৭০% ভোটদানের আশা দিল্লির নির্বাচনে, জয় নিয়ে নিশ্চিত কেজরিওয়াল-বেদী উভয়ই

নয়া দিল্লি: ৪টে ১: মুখ্য ইলেকশন কমিশনার এইচএস বর্মা জানিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনে শেষপর্যন্ত ৭০% ভোট পড়বে।

বেলা ৩টে ৩০:জয়ের স্বাদ পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। টুইট করলেন কিরণ বেদী।

বেলা ৩ টা ২৫: ভোট পর্ব শেষ হতে আর মাত্র ১ ঘণ্টা বাকি। বেলা ৩টে  পর্যন্ত ভোটের হার ৫৩%।  

বেলা ২ টা ৪৫: বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামীর টুইট। আগামী মুখ্যমন্ত্রী হচ্ছেন কিরণ বেদী।    

বেলা ২ টা ৩৫: বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির মন্তব্য, বিজেপি ৪৩ টির বেশি আসনে জয়ী হবে।   

বেলা ২ টা ১০:  কিরণ বেদী ভোটের নিয়ম বিধি ভেঙেছেন। অভিযোগ কেজরিওয়ালের। কৃষ্ণনগর বিধানসভাতে তিনি পদযাত্রা করেছেন বলে অভিযোগ ।

বেলা ১ টা ৪০:  নূপুর শর্মার বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করবে আপ।  দিল্লিতে আপ কর্মীরা আক্রান্ত হয়েছে বলে  জানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং।

বেলা ১ টা ৩৫: ৩৫.৫% ভোট দান।    

বেলা ১ টা ১০: বিজেপি কর্মীরা একপ্রকার হাল ছেড়ে দিয়েছেন। এটা একতরফা জয় হবে, মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের।

বেলা ১ টা ৫: কারাওয়াল নগরে বিজেপি কর্মিদের বিশৃঙ্খলা।  

বেলা ১২ টা ৫৫: ভোটের গতি শ্লথ ভাবে এগোচ্ছে। বেলা ১২ টা পর্যন্ত ভোট পরেছে ২৪%।  

বেলা ১২ টা ৩৫: নতুন দিল্লি বিধানভায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী নূপুর শর্মার অভিযোগ আপ কর্মীরা তাঁকে হেনস্থা করে।     

বেলা ১২ টা ১৫: কেজরিওয়াল দাবি, সূত্রে পাওয়া খবরে তিনি জানতে পারছেন, বিজেপি কর্মীরা হাল ছেড়ে দিয়েছেন।  

বেলা ১২ টা ১০:  অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি টাকা আর মদ দিয়ে ভোটার দের প্রভাবিত করতে চেয়েছে। দিল্লির প্রান্তন মুখ্যমন্ত্রী শিলা  দীক্ষিত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর কটাক্ষ, এমন কেও করেছে বলে তিনি জানেন না, আর কেও করে থাকলে তাকে ধরুক।  

বেলা ১২ টা ৬: অঞ্চল গত ভাবে। সেন্ট্রাল দিল্লি ১৫.৭৫%। নয়া দিল্লি ১৮.৮০%। পশ্চিম দিল্লি ১৯.৫৪%।  দক্ষিন-পশিম দিল্লি ২১.২%।  উত্তর-পূর্ব দিল্লি ২০.৪৫%।  

বেলা টা ৫:  ১৯.৫৯% ভোট দান হয়েছে।

বেলা ১১ টা ৩০: বেলা বাড়ার সাথে সাথে ভোটের হার বাড়ছে।

.