কোনও রং টিকবে না, সবুজে সবুজ করে দেব, ফের উস্কানিমূলক মন্তব্য ওয়াইসির

হায়দরাবাদের সভায় বিজেপি ও কংগ্রেসকে বিঁধতে গিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য আসাউদ্দিন ওয়াইসির। 

Updated By: Dec 23, 2017, 02:36 PM IST
কোনও রং টিকবে না, সবুজে সবুজ করে দেব, ফের  উস্কানিমূলক মন্তব্য ওয়াইসির

নিজস্ব প্রতিবেদন: ফের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করলেন এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। শুক্রবার হায়দরাবাদের সভায় তাঁর হুমকি, গোটা দেশ সবুজে সবুজ করে দেবেন তিনি।   

আসাউদ্দিন ওয়াইসি বলেন, ''আপনারা পরলে (গেরুয়া) কিছু হয় না। আমরা সবুজ পরলে পুরো সবুজ করে দেব...ইনসা আল্লাহ্...আমাদের সবুদ রঙের কাছে কোনও রং টিকবে না, মোদীর না কংগ্রেসের রং। শুধু আমাদেরই রং হবে... সবুজ, সবুজ আর সবুজ...।''

আরও পড়ুন- রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত: স্বামী

এর আগেও একাধিক বার উস্কানিমূলক মন্তব্য করেছেন ওয়াইসি। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। তা সত্ত্বেও সংযত হননি এই সাংসদ।  

.