সার্জিক্যাল স্ট্রাইকের পর এক বছরে কাশ্মীরে নিকেশ ১৭৫ জঙ্গি

Updated By: Sep 30, 2017, 02:53 PM IST
সার্জিক্যাল স্ট্রাইকের পর এক বছরে কাশ্মীরে নিকেশ ১৭৫ জঙ্গি

ওয়েব ডেস্ক : গত বছর সার্জিক্যাল স্ট্রাইকের পর কাশ্মীরে সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে ১৭৫ জন জঙ্গি। এদের অধিকাংশই পাকিস্তানি নাগরিক। অন্যদিকে, নিয়ন্ত্রণরেখায় পাক সেনার গুলি ও জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৭৯ জন জওয়ান।

গত বছর ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সেখানকার জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ টিম। উরি হামলায় ১৮ জওয়ান নিহত হওয়ার ১০ দিন পর পাল্টা আঘাত হানে ভারত। তার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে।

টানা এক বছর ধরে উপত্যকায় সেনা জঙ্গি শিবিরে প্রবল আঘাত হানায় জঙ্গিরা এখন অনেকটাই কোণঠাসা। নিহত ১৭৫ জঙ্গির মধ্যে ৭৪ জন কাশ্মীরি ‌যুবক। বাকি ১০১ জনই পাকিস্তানি। মৃত জঙ্গিদের মধ্যে অনেকেই বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতা। এদের মধ্যে রয়েছেমুম্বই হামলায় অভি‌যুক্ত জাকিউর রহমান লকভির ভাইপো আবু মুসাইব। তালিকায় রয়েছে আবু দুজানা, হিজবুল নেতা সবজার বাট-এর মতো নাম।

সেনাবাহিনী এক বছরে মোট ৬০টি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে। এতে মৃত্যু হয়েছে ৫৬ জন জঙ্গির। উত্তর কাশ্মীরের আইজি নীতীশ কুমার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এখন উত্তর কাশ্মীরে সক্রিয় রয়েছে ৮৫ জঙ্গি। এদের অধিকাংশই পাকিস্তানের নাগরিক। এদের মধ্যে খুব কমই কাশ্মীরি।

আরও পড়ুন-দুর্গা পুজো কেমন কাটালেন সেলিব্রিটিরা,দেখুন

.