ছত্তিশগড়ে সরকারি গোশালায় অনাহারে মৃত ২০০ গরু, গ্রেফতার বিজেপি নেতা

Updated By: Aug 19, 2017, 03:16 PM IST
ছত্তিশগড়ে সরকারি গোশালায় অনাহারে মৃত ২০০ গরু, গ্রেফতার বিজেপি নেতা

ওয়েব ডেস্ক:  এবার সরকারি সাহা‌য্যপ্রাপ্ত গোশালায় আনাহারে মৃত্যুর অভি‌যোগ উঠল বিজেপি শাসিত ছত্তিশগড়ে। একটা দুটো নয়, রাজ্যের দুর্গ জেলায় একটি গোশালায় অনাহারে মৃত্যু হল ২০০ গরুর। টানা দুদিন ধরে ওইসব গরুদের নাকি কোনও খাবার বা জল দেওয়া হয়নি।

এদিকে এই ঘটনায় এখন আঙুল উঠছে রাজ্যের বিজেপি নেতা হরিশ ভার্মার দিকে। তিনিই ওই গোশালার দায়িত্বে ছিলেন। রাজপুরের জামুল পুরসভার ভাইস চেয়ারম্যান এই হরিশ ভার্মা। তাঁর বিরুদ্ধে পশু আইনের ৪ ও ৬ ধারায় অভি‌যোগ এনে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-ভারতে আসার আগে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন মাইকেল ক্লার্ক

গোটা ঘটনা চাপা দিতে একাধিক খাল কেটে তার মধ্যে মাটি চাপা দেওয়া হয় ওইসব গরুদের। এলাকার মানুষদের দাবি এক একটি খালে ১০-১৫টি গরুকে চাপা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-২০২২ সালের মধ্যে দেশ থেকে সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে, সাফ জানালেন রাজনাথ

দেশের অধিকাংশ রাজ্যেই গোহত্যা বিরোধী আইন পাশ হয়েছে। বিজেপি শাসিত সব রাজ্যেই ওইসব আইন বলবৎ হয়েছে। ফলে ভার্মা এখন কঠিন বিপদের মুখে।

.