ব্যাঙ্ক ম্যানেজার, ক্যাশিয়ারই ঘটালেন এই কাণ্ডটি!

"তোমরা আমাকে কমিশন দাও,  আমি তোমাদের নোট বদলে দেব।" দিব্যি চলছিল এভাবেই। যতক্ষণ না হাতকড়া এসে বাধ সাধল। লাখে ২০% কমিশন। আর তাতেই কাজ হাসিল। পুরনো নোট দিব্যি বদলে যাচ্ছিল। আর নিজের মানিব্যাগটাও চওড়া হচ্ছিল। কার্যসিদ্ধি হচ্ছিল দুপক্ষেরই। ঘটনাটি পাঞ্জাবের ভাতিন্দার।

Updated By: Dec 2, 2016, 08:14 PM IST
ব্যাঙ্ক ম্যানেজার, ক্যাশিয়ারই ঘটালেন এই কাণ্ডটি!

ওয়েব ডেস্ক : "তোমরা আমাকে কমিশন দাও,  আমি তোমাদের নোট বদলে দেব।" দিব্যি চলছিল এভাবেই। যতক্ষণ না হাতকড়া এসে বাধ সাধল। লাখে ২০% কমিশন। আর তাতেই কাজ হাসিল। পুরনো নোট দিব্যি বদলে যাচ্ছিল। আর নিজের মানিব্যাগটাও চওড়া হচ্ছিল। কার্যসিদ্ধি হচ্ছিল দুপক্ষেরই। ঘটনাটি পাঞ্জাবের ভাতিন্দার।

এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজার ও ক্যাশিয়ার। তাদের মদতেই চলছিল গোটা কাণ্ডকারখানা। অভিযোগ, রামা মান্ডির বাসিন্দা পরভিন কুমার পুরনো বাতিল নোটে ১ লাখ টাকা দেন অভিযুক্তদের। বদলে তাঁকে নতুন নোটে ৮০০০০ টাকা দেওয়া। বাকি ২০০০০ টাকা রেখে দেওয়া হয় 'কমিশন' হিসেবে।

আরও পড়ুন, সরকারি কর্তার ঘরে বাজেয়াপ্ত নগদ ৫ কোটি টাকার নতুন নোট ও ৬ কিলো সোনা

.