শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে গিয়ে জ্ঞান হারলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা

শ্যমাপ্রসাদ মুখার্জি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষাবিদ। তিনি ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jun 23, 2020, 04:23 PM IST
শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে গিয়ে জ্ঞান হারলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা

নিজস্ব প্রতিবেদন: আজ হঠাৎ ভোপালে বিজেপি পার্টি অফিসে অজ্ঞান হয়ে যান সাংসদ প্রজ্ঞা ঠাকুর। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিন উপলক্ষে পার্টি অফিসে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। সেখানেই ভোপালের সাংসদের শারীরিক অবস্থার অবনতি হয়। কিছুক্ষণের জন্য অসুস্থ হয়ে পড়েন সাধ্বী প্রজ্ঞা।
শ্যমাপ্রসাদ মুখার্জি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষাবিদ। তিনি ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন।

আরও পড়ুন: ভারত থেকে এবার কাউকে হজে পাঠাবে না কেন্দ্র, ফেরত দেওয়া হবে ২.৩ পুন্যার্থীর আবেদনের টাকা

আজকে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিন স্মরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সভাপতি জেপি নাড্ডাও শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন।
তবে ভোপালে সাধ্বী প্রজ্ঞার অসুস্থ হয়ে পড়ার সঙ্গে পার্টি অফিসে চাঞ্চল্য ছড়ায়। ভারতীয় রাজনীতিতে আলটপকা মন্তব্য করে সবসময় খবরের শীরোনামে থাকেন সাধ্বী। কয়েকদিন আগেই পার্লামেন্টে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে অভিহিত করে বিতর্ক সৃষ্টি করেছিলেন এই বিজেপি নেত্রী।

.