প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সইফুদ্দিন সোজকে পাকিস্তানের টিকিট দেওয়ার পরামর্শ বিজেপির
সোজের মন্তব্যের নিন্দা করেছেন বিজেপির মুখতার আব্বাস নকভি।
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের পর কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সইফুদ্দিন সোজের সমালোচনায় সরব হল বিজেপি। তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিল গেরুয়া শিবির।
এদিন সইফুদ্দিন সোজ বলেন, '' মুশারফ বলেছিলেন, কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চান না। তাঁরা স্বাধীনতা চান। ওই বক্তব্য আজও সত্যি। তবে সেটা সম্ভব নয়, তাও জানি।'' সোজের এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করে বিজেপি। দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ''যাঁরা ভারতে থাকতে চান, তাঁদের সংবিধান মেনে চলতে হবে। ওঁর মেয়েকে অপহরণ করেছিল জেকেএলএফ। তখন কেন্দ্রীয় মন্ত্রী থাকায় মেয়েকে ছাড়িয়ে আনতে পেরেছিলেন। এই ধরনের লোকদের কোনও সহযোগিতাই করা উচিত নয়। মুশারফকে এতই পছন্দ হলে আমরা টিকিট কেটে দেব (পাকিস্তান)।''
সোজের মন্তব্যের নিন্দা করেছেন বিজেপির মুখতার আব্বাস নকভি। তাঁর কথায়, ''বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদীদের মনোবল বাড়িয়ে দেওয়ার মতো মন্তব্য করা উচিত নয়। কাশ্মীরের উন্নয়ন, বৃদ্ধি ও শান্তি ভঙ্গ করেছে সন্ত্রাসবাদীরা। আমরা সকলকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে।''
বিজেপির সুরেই শিবসেনা নেত্রী মণীষা কায়ান্ডে বলেন,''কংগ্রেস কি এই ধরনের বক্তব্যকে সমর্থন করে, জবাব দিতে হবে রাহুল গান্ধীকে। পাকিস্তান ও মুশারফের প্রতি ভালবাসা থাকলে সে দেশে গিয়ে চাকর হতে পারেন তিনি।''