কর্পোরেট অবতারে বিজেপির নতুন সদর দফতর
নতুন ঠিকানায় বিজেপি। ভবনের উদ্বোধন করবেন মোদী।
নিজস্ব প্রতিবেদন: রাজধানীতে স্থায়ী ঠিকানা পেতে চলেছে বিজেপি। আগামিকাল অর্থাত্ রবিবার দীনদয়াল উপাধ্যায় মার্গে নতুন দলীয় সদর দফতরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
১৯টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। ৩৮ বছরের বিজেপির দলীয় কার্যালয় রয়েছে অশোক রোডে। নতুন ভবনটি আক্ষরিক অর্থের কর্পোরেট অফিস। আধুনিক সমস্ত রকম সুযোগসুবিধা রয়েছে। বহুতল ভবনে থাকছে অডিটোরিয়াম, বৈঠকের ঘর, স্টুডিও ও দলীয় নেতার আলাদা অফিস।বইপত্রের জন্য লাইব্রেরি।
BJP's new headquarters at Kotla Marg to be inaugurated tomorrow. #Delhi pic.twitter.com/lyAw1uPhdQ
— ANI (@ANI) February 17, 2018
গতবছর ল্যুটিয়েন দিল্লির বাইরে দলীয় কার্যালয় স্থানান্তরিত করতে রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।ওই নির্দেশের পরই নতুন ভবন নির্মাণ শুরু করে বিজেপি। আগামী সপ্তাহ থেকেই নতুন ঠিকানা পেতে চলেছে তারা। গত বছর অগাস্টে নতুন ভবনের শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ।
আরও পড়ুন- রাষ্ট্রসঙ্ঘে ভারতের ভেটো অধিকার পাওয়া উচিত, জোর সওয়াল রৌহানির