রাষ্ট্রসঙ্ঘে ভারতের ভেটো অধিকার পাওয়া উচিত, জোর সওয়াল রৌহানির

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের ভেটো অধিকারের পাশে দাঁড়ালেন ইরানের প্রেসিডেন্ট। 

Updated By: Feb 17, 2018, 08:01 PM IST
রাষ্ট্রসঙ্ঘে ভারতের ভেটো অধিকার পাওয়া উচিত, জোর সওয়াল রৌহানির

নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের ভেটো অধিকার পাওয়া উচিত বলে সওয়াল করলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। তাঁর কথায়, ''১০০ কোটির বেশি জনসংখ্যার দেশ ভারতের ভেটোর অধিকার নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর অধিকার পায় কীভাবে? তাঁর আরও প্রশ্ন, ''রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভেটোর অধিকার কেন কুক্ষিগত করে রেখেছে শুধুমাত্র পাঁচটি পারমাণবিক শক্তিধর দেশ? 

ইরানের সার্বভৌমত্বে মার্কিন দখলদারির বিরুদ্ধেও গর্জে উঠেছেন রৌহানি। তাঁর কথায়,''দীর্ঘদিন ধরে আমাদের ভাগ্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। আমাদের সংস্কৃতি, অর্থনীতি নিয়ে তারা সিদ্ধান্ত নেয়। এমনকি টিভিতে শিক্ষামূলক চ্যানেলও চালাতে দেয় না তারা। প্রতিটি সেনা ছাউনির নিয়ন্ত্রণ ওদের হাতে।'' 

আরও পড়ুন- তেল, গ্যাস ভারতে পাঠাতে রাজি ইরান: রৌহানি

রৌহানি আরও বলেন, ''ভারতে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে বাস করছেন।'' সংস্কৃতি ও ঐতিহাসিক দিক থেকে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট।এদিন ভারতের সঙ্গে ৯টি চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান। 

আরও পড়ুন- মহাভারত উপহার দিয়ে মোদীর মন জিতলেন রৌহানি

 

.