Viral Video: গরমে ফাটছে, সীমান্তে ডিউটি করা জওয়ানরা বালিতেই সেঁকে নিচ্ছেন পাপড়...

Rajasthan Viral Video: রাজস্থানের মরুভূমিতে পাপড় সেঁকছেন বিএসএফ জওয়ান। মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিয়ো। এমনকী সেই ভিডিয়ো শেয়ার করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 

Updated By: May 22, 2024, 06:15 PM IST
Viral Video: গরমে ফাটছে, সীমান্তে ডিউটি করা জওয়ানরা বালিতেই সেঁকে নিচ্ছেন পাপড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরে ভয়ংকর হিটওয়েভের শিকার হয়েছে গোটা দেশ। তারই মধ্যে অন্যতম রাজস্থানের বিকানের বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানের একটি ভিডিয়ো অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, মরুভূমিতে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। বিএসএফ কর্মীরা প্রিয় স্ন্যাক্স পাপড়। সেটিকেই এক কর্মী গরম বালি দিয়ে ঢেকে দেন। তিনি পাপড় সেঁকার জন্য কয়েক সেকেন্ড ধৈর্য ধরে অপেক্ষা করতে দেখা যায়। তারপর পাপড়টি রান্না পুরোপুরিভাবে সেঁকে যাওয়ার পর তিনি বালির উপরের স্তরটি সরিয়ে দেয়। 

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। এমনকী সেই ক্লিপটি শেয়ার করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ক্যাপশনে লেখেন, 'রাজস্থানের মরুভূমি থেকে এই ভিডিয়োটি দেখে আমি আমাদের জওয়ানদের জন্য অসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, যাঁরা এইরকম কঠিন পরিস্থিতিতে আমাদের নিরাপদ রাখে।'

আরও পড়ুন:Narendra Modi: পাকিস্তানও ভারতের আগে, মোদীর জমানায় সংবাদমাধ্যমের স্বাধীনতা তলানিতে!

ভিডিয়োটি শেয়ার করার মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যেই ২১ হাজারের বেশি ভিউ পড়েছে। এইরকম প্রতিকূল পরিস্থিতিতে সৈন্যদের অটল প্রতিশ্রুতিতে নেটিজেনরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। একজন লেখেন, 'সেনারা সর্বদা একটি দেশকে নিরাপদ রাখে যে অবস্থাই হোক না কেন।'

আবার একজন লেখেন, 'আমাদের সাহসী বীরদের স্যালুট: এই উত্তাপের মধ্যেও, আমাদের সৈন্যরা সীমান্তে তাদের দায়িত্ব পালন করছে।' অন্য একজন লেখেন, 'শুধুমাত্র আমাদের সৈন্যরা সব চরম আবহাওয়া হাসিমুখে সহ্য করতে এবং নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে সক্ষম।' একজন লেখেন, 'আমাদের সৈন্যদের স্যালুট, শুধুমাত্র আমাদের নিরাপদ রাখার জন্য সেই আবহাওয়ায় থাকা।' 

আরও পড়ুন:Jharkhand: Reel-ই কেড়ে নিল প্রাণ! ভাইরাল হতে গিয়ে ঝিলে ডুবে মৃত্যু যুবকের...

উল্লেখযোগ্যভাবে, বিকানের রাজস্থানের অন্যতম উষ্ণ শহর। এ বছর সেখানে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা-চন্ডিগড়-দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশে তাপপ্রবাহ থেকে গুরুতর তাপপ্রবাহের অবস্থার পূর্বাভাস দিয়েছে কারণ এটি আগামী পাঁচ দিনের মধ্যে রাজ্যগুলির জন্য একটি 'রেড অ্যালার্ট' জারি করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে এই রাজ্যগুলির বেশ কয়েকটি জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.