ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, জওয়ানের শাস্তি প্রত্যাহার করল বিএসএফ

প্রধানমন্ত্রীর নামের আগে ‘শ্রী’ বা ‘সম্মানীয়’ শব্দ ‌যোগ না করার শাস্তি পেতে হয় নদিয়ার মাহাতপুরে বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান সঞ্জীব কুমারকে

Updated By: Mar 7, 2018, 04:22 PM IST
ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, জওয়ানের শাস্তি প্রত্যাহার করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জওয়ানের শাস্তি প্রত্যাহার করল বিএসএফ।

প্রধানমন্ত্রীর নামের আগে ‘শ্রী’ বা ‘সম্মানীয়’ শব্দ ‌যোগ না করার শাস্তি পেতে হয় নদিয়ার মাহাতপুরে বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান সঞ্জীব কুমারকে। গত ২১ ফেব্রুয়ারি রুটিন প্যারেড চলাকালীন তাঁর রিপোর্ট পেশ করতে গিয়ে সঞ্জীব  বলে ফেলেন ‘মোদী প্রোগ্রাম’। এতেই রেগে ‌যান তাঁর কমান্ডিং অফিসার। বিএসএফের ৪০ নাম্বর ধারা মোতাবেক সঞ্জীবের শাস্তি ঘোষণা করা হয়। সাজা হিসেবে তাঁর ৭ দিনের বেতন কেটে নেওয়ার কথা ঘোষণা করা হয়।

আরও পড়ুন-ঘরে ঢুকে মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ পুলিসকর্মীর

গোটা বিষয়টি গড়ায় প্রধানমন্ত্রীর দফতর প‌র্যন্ত। তার পরই শাস্তি প্রত্যাহার করে বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে এক ট্যুইটে জানানো হয়েছে, ‘জওয়ানের শাস্তি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ওই কমান্ডিং অফিসারকেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে গোটা ঘটনায় প্রধানমন্ত্রী বিরক্ত। বিএসএফ কর্তৃপক্ষকে ওই শাস্তি প্রত্যাহার করে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
 

.