বেতন বাড়ছে সাংসদদের, আয়করে ছাড় পেল না মধ্যবিত্ত

কর কাঠামো ফের অপরিবর্তিত রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। 

Updated By: Feb 1, 2018, 02:07 PM IST
বেতন বাড়ছে সাংসদদের, আয়করে ছাড় পেল না মধ্যবিত্ত

নিজস্ব প্রতিবেদন: কর কাঠামোয় কোনও পরিবর্তন করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে বেতনভোগীদের সুবিধা দিতে কয়েকটি ছাড় ঘোষণা করেছেন তিনি। পরিবহণ ও মেডিক্যাল খরচের উপরে ৪০ হাজার টাকা ছাড় মিলবে। প্রবীণ নাগরিকরা মেডিক্যাল বিল খরচে ৫০ হাজার টাকা ছাড়ের দাবি করতে পারবেন।

স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরে বার্ষিক ছাড় ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। দীর্ঘকালীন মূলধনী আয়ের উপরে ১০ শতাংশ কর চাপানো হয়েছে। স্বপ্লকালীন মূলধনী আয়ে দিতে হবে ১৫ শতাংশ কর। ব্যাঙ্কের মেয়াদী আমানত ও পোস্ট অফিসের আমানতের সুদের উপর ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন- বেতন বাড়ছে সাংসদদের, আয়করে ছাড় পেল না মধ্যবিত্ত

মধ্যবিত্তকে ছাড় না দিলেও বাড়ল রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালের বেতন। রাষ্ট্রপতি পাবেন মাসে ৫ লক্ষ, উপরাষ্ট্রপতি ৪ লক্ষ ও রাজ্যপাল পাবেন মাসে ৩.৫ লক্ষ টাকা বেতন। পাশাপাশি সাংসদদেরও বেতন কাঠামোয় পরিবর্তন করা হচ্ছে। জেটলির ঘোষণা, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রতি ৫ বছর অন্তর বেতন বাড়বে সাংসদদের।

আরও পড়ুন- নিশানায় নির্বাচন, বাজেটে গ্রামের মেঠো পথের পথিক হলেন জেটলি

 

 

 
.