লোকসভা ভোটের আগে শেষ বাজেটে সবার মন ভোলানোর চেষ্টা জেটলির

সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Updated By: Feb 1, 2018, 04:16 PM IST
লোকসভা ভোটের আগে শেষ বাজেটে সবার মন ভোলানোর চেষ্টা জেটলির

ওয়েব ডেস্ক: অবশেষে সব অপেক্ষার অবসান। লোকসভায় শুরু হল ২০১৮-১৯ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ। পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে জনগণের জন্য রয়েছে একাধিক চমক। শেষ বাজেটে সবার মন ভোলানোর চেষ্টা করলেন জেটলি।

 

কাস্টমস ডিউটির ওপর সেসের সরলীকরণ। মোট ১০ শতাংশ সেস বসবে : জেটলি

১ শতাংশ এডুকেশন সেস বসানো হল : জেটলি

বিদেশি মোবাইলফোনের দাম বাড়ছে। ৫ শতাংশ কাস্টমস ডিউটি বাড়ল : জেটলি

শেয়ার বাজারে ১ বছর পর্যন্ত বিনিয়োগে ১৫ শতাংশ কর : জেটলি

বয়স্কদের ১৫ লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ হারে সুদ : জেটলি

বয়স্কদের স্বাস্থবীমার প্রিমিয়ামে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় : জেটলি

বয়স্কদের ফিক্সড ডিপোজিটের ওপর সুদে ছাড় : জেটলি

স্ট্যান্ডার্ড ডিডাকশনের আওতায় আসবেন পেনশনভোগীরাও : জেটলি

বেতনভূকদের আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন নীতির প্রত্যাবর্তন। ৪০ হাজার টাকা পর্যন্ত আয়করে ছাড়। অন্তর্ভুক্ত থাকবে ট্রাভেল অ্যালাউন্স, স্বাস্থ ও পরিবহন ভাতায় : জেটলি

বছরে ৫০ কোটি টাকা পর্যন্ত লেনদেনকারী করপোরেট সংস্থাকে ২৫ শতাংশ পর্যন্ত করছাড় : জেটলি

বছরে ১০০ কোটি টাকা পর্যন্ত লেনদেনকারী কৃষিতে উত্সাহদানকারী সংস্থাকে ১০০ শতাংশ করছাড় : জেটলি

দেশের আয়করদাতাদের গত আয়কর দান বেড়ে হয়েছে ৭ হাজার টাকা : জেটলি

আয়কর রিটার্ন ফাইল করেছেন অতিরিক্ত ৪৭ শতাংশ মানুষ : জেটলি

প্রত্যক্ষ কর আদায় বেড়েছে ১২.৬ শতাংশ। আয়করদাতার সংখ্যা বেড়ে হয়েছে ৮.২৭ কোটি : জেটলি

কর ফাঁকি রুখে গত ২ বছরে সরকারে আয় ৯০ হাজার কোটি টাকা : জেটলি

২০১৭-১৮ সালে আর্থিক ঘাটতি ছিল জিডিপির ৩.৫ শতাংশ। প্রস্তাবিত আর্থিক ঘাটতি ৩.৯ শতাংশ : জেটলি

সাংসদের বেতন কাঠামোতে পরিবর্তনের প্রস্তাব। পাঁচ বছর পরপর পুনর্বিবেচনার সিদ্ধান্ত। ১ মার্চ থেকেই এই নিয়ম লাগু : জেটলি

বিদেশে ভারতীয় বিনিয়োগ আগের তুলনায় অনেকটাই বেড়েছে : জেটলি

ব্যাঙ্কগুলিকে অলাভজনক সম্পদে ভার লাঘব করতে ৮০ হাজার কোটি টাকার বন্ড বিক্রির অনুমতি : জেটলি

সরকারি অংশিদারিত্ব রয়েছে এমন সংস্থা থেকে ৮০ হাজার কোটি টাকা তুলবে সরকার : জেটলি

বিমাক্ষেত্রে বড় সংষ্কার। চারটি রাষ্ট্রায়ত্ত বিমাসংস্থার সংযুক্তিকরণ : জেটলি 

ভারতের প্রতিটি প্রতিষ্ঠান আধারের মত ইউনিক আইডি পাবে : জেটলি

5G প্রযুক্তির পরীক্ষা হবে চেন্নাইয়ের আইআইটিতে : জেটলি

ক্রিপ্টো কারেন্সিকে লেনদেনের বৈধ মাধ্যম হিসেবে গ্রহণ করবে না সরকার : জেটলি

ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে বরাদ্দা বাড়িয়ে দ্বিগুণ। বরাদ্দ করা হল ৩ হাজার ৭৩ কোটি টাকা : জেটলি

প্রযুক্তি গবেষণায় জাতীয় কর্মসূচি তৈরি করবে নীতি আয়োগ : জেটলি

যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দে জোর : জেটলি

হাই স্পিড ট্রেন নির্মাণের জন্য ভদোদরায় তৈরি হবে কারখানা : জেটলি

প্রতিটি ট্রেনে ওয়াই ফাই ব্যবস্থা রাখার লক্ষ্য : জেটলি

কুয়াশার মধ্যে ট্রেন চালানোর জন্য আনা হচ্ছে নয়া প্রযুক্তি : জেটলি

৬০০ স্টেশনে তৈরি হবে চলমান সিঁড়ি। সব রেলস্টেশনে ওয়াই-ফাই, সিসিটিভি : জেটলি

রেলে পরিকাঠামো উন্নয়েনে জোর। বৈদ্যুতিকরণ করা হবে ৪ হাজার কিমি নয়া রেলপথকে : জেটলি

রেলের জন্য বরাদ্দ ১ লক্ষ ৪৮ ৫২৮ কোটি টাকা : জেটলি

৯৯টি স্মার্টসিটি গড়ার লক্ষ্য। ২.০৪ লক্ষ কোটি টাকা খরচ করা হবে : জেটলি

নতুন কর্মীদের বেতনের ১২ শতাংশ ইপিএফ-এ জমা করা হবে। এরজন্য বদল আনা হবে ইপিএফ আইনে : জেটলি

২০১৮-১৯ মুদ্রা যোজনার অধিনে ৩ লক্ষ কোটি টাকার ঋণদানের লক্ষ্যমাত্রা : জেটলি

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে করের বোঝা কমিয়ে কর্মসংস্থানে উদ্যোগ : জেটলি

ছোট ও মাঝারি শিল্পে ৩৭৯৪ কোটি টাকার ঋণ দেবে সরকার : জেটলি

 

তপশিলি জাতির উন্নয়নের জন্য ৫৬,৬১৯ কোটি টাকা বরাদ্দ : জেটলি

তপশিলি উপজাতিদের উন্নয়নের জন্য ৩২,৫০৮ কোটি টাকা বরাদ্দ : জেটলি

প্রত্যেক তিনটি সাংসদীয় ক্ষেত্রে একটি করে মেডিক্যাল কলেজ। ২৪টি নতুন মেডিক্যাল কলেজ : জেটলি

ন্যাশনাল হেল্থ প্রোটেকশন স্কিমে ১০ কোটি দরিদ্র পরিবারের জন্য পরিবার পিছু প্রতি বছর বরাদ্দ ৫ লাখ টাকা । এটি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রকল্প। এই প্রকল্পের জন্য বরাদ্দ ১২০০ কোটি টাকা : জেটলি

১.৫ লক্ষ স্বাস্থ্যকেন্দ্র গড়া হবে। ১২০০ কোটি টাকা বরাদ্দ : জেটলি

গোটা দেশ থেকে ১ হাজারজন বি.টেক ইঞ্জিনিয়ারকে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পিএইচডি করার সুযোগ করে দেওয়া হবে।

তপশিলি উপজাতিদের জন্য একলব্য মডেল স্কুল : জেটলি

শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হবে। ব্ল্যাকবোর্ডের বদলে আনা হবে ডিজিটাল বোর্ড। প্রযুক্তি ব্যবহার করে শিক্ষকদের মানোন্নয়ন করা হবে : জেটলি

স্বনির্ভর গোষ্ঠীর উন্নতিকরণে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ : জেটলি

সেচে ২৬ হাজার কোটি টাকার ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

২০২২-এর মধ্যে দেশের প্রতিটি গরীব পরিবারের মাথার উরপ ছাদের পরিকল্পনা : জেটলি

 

দেশজু়ড়ে ২ কোটি শৌচালয় বানানোর পরিল্পনা : জেটলি

গ্রামীণ বিদ্যুত্ সংযোগে ১৬ হাজার কোটি টাকা : জেটলি

উজ্জ্বলা যোজনায় ৮ কোটি মহিলাকে রান্নার গ্যাসের সংযোগ : জেটলি

হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ ও দিল্লিতে নাড়া পোড়ানোর জন্য বিশেষ প্রকল্প : জেটলি

কৃষককদের প্রাতিষ্ঠানিক লোনের জন্য বরাদ্দ ১১ লক্ষ কোটি টাকা : জেটলি

মত্স্যচাষ ও পশুপালনে ১০ হাজার কোটি টাকা ধার্য করা হল : জেটলি

বাঁশ উত্পাদন খাতে ১২৯০ কোটি টাকা বরাদ্দ : জেটলি

কৃষি রপ্তানি নিয়ম শিথিল করবে সরকার। ৪২টি রপ্তানি কেন্দ্র তৈরি করা হবে : জেটলি

খাদ্য প্রক্রিয়াকরণে ১৪০০ কোটি টাকা ধার্য : জেটলি

জৈবকৃষিতে ২০০ কোটি টাকা ধার্য করা হল : জেটলি

১০০ দিনের কাজের মাধ্যেমে গ্রামীণ হাটের উন্নয়ন করবে সরকার : জেটলি

আগামী চাষের মরশুম থেকে ফসলের নূন্যতম দাম চাষের খরচের দেড়গুণ করা হবে : জেটলি

চাষের খরচের ৫০ শাতাংশ আয় নিশ্চিত করতে চায় সরকার : জেটলি

একই জমিতে বেশি ফলস ও ফসলের সঠিক দামবৃদ্ধি আমাদের লক্ষ্য : জেটলি

কৃষকদের আয়বৃদ্ধির আমাদের লক্ষ্য : জেটলি

জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশ : জেটলি

জিডিপি থেকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বার্তা মিলেছে : জেটলি

আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা আনতে একাধিক কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে : জেটলি

বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি

প্রয়াত সাংসদের স্মৃতিতে আগামীকাল মলতুবি থাকবে লোকসভা

মহারাষ্ট্রের বিজেপি সাংসদ চিন্তামন ওয়াঙ্গার প্রয়ানে নিরাবতা পালিত হল লোকসভায়।

শেষ হল মন্ত্রীসভার বৈঠক। গৃহীত হল বাজেট প্রস্তাব।

সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

আরও পড়ুন - নোয়াপাড়ায় জয়ের গোড়ায় তৃণমূল: রেজাল্ট LIVE

 

ইতিমধ্যে বাজেট জনমুখী হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী প্রসাদ শুক্ল জানিয়েছেন, 'ভাল বাজেট হবে'। বাজেটে কর্মসংস্থান তৈরি সহ অন্যান্য ক্ষেত্রে বৃদ্ধি সুনিশ্চিত করতে বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আগামী ১ বছরে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন থাকায় সংস্কারের ঘোড়ার রাশে টেনে ধরতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। 
বাজেট পেশ করতে ইতিমধ্যে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। 

 

 

.