আজ শুরু বাজেট অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের আগে যথেষ্টই অস্বস্তিতে কংগ্রেস। ৪ রাজ্যের নির্বাচনে খারাপ ফলের জেরে কোণঠাসা। সারে ভর্তুকি কমানো এবং পেট্রোলের দাম বৃদ্ধির বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছে শরিক তৃণমূল।

Updated By: Mar 12, 2012, 09:36 AM IST

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের আগে যথেষ্টই অস্বস্তিতে কংগ্রেস। ৪ রাজ্যের নির্বাচনে খারাপ ফলের জেরে কোণঠাসা। সারে ভর্তুকি কমানো এবং পেট্রোলের দাম বৃদ্ধির বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছে শরিক তৃণমূল। এনসিটিসির বিরোধিতায় অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সঙ্গে গলা মিলিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিস্থিতিতে সরকার কেমন বাজেট পেশ করে, সেদিকেই তাকিয়ে বিরোধীরা। কাজেই বিরোধীদের তো বটেই শরিক দলগুলির বিরোধিতার মুখে পড়ার আশঙ্কা করছে কংগ্রেস। আজ অধিবেশনের শুরুতেই সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ১৪ তারিখ রেল বাজেট, ১৫ তারিখ অর্থনৈতিক সমীক্ষা এবং ১৬ তারিখ সাধারণ বাজেট পেশ করা হবে।

.