Odisha Bus Accident: সেতু থেকে পড়ল কলকাতাগামী যাত্রীবাহী বাস, ভয়ংকর দুর্ঘটনায় জখম ৪৪

Odisha Bus Flyover: নিহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। আহতদেরও চিকিত্সা চলছে। আহতদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের বলে প্রাথমিক সূত্রের খবর। দমকলকর্মীরা বাসটিকে কেটে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ২৪ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আহত ১২ জন পূর্ব মেদিনীপুরের। ১ জন উত্তর দিনাজপুরের বাসিন্দা।

Updated By: Apr 16, 2024, 09:10 AM IST
Odisha Bus Accident: সেতু থেকে পড়ল কলকাতাগামী যাত্রীবাহী বাস, ভয়ংকর দুর্ঘটনায় জখম ৪৪
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেতু থেকে পড়ল কলকাতাগামী যাত্রীভর্তি বাস। সোমবার রাতে উড়িষ্যার জাজপুরে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু অন্তত ৫ জনের। গুরুতর জখম  ৪০-এরও বেশি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উড়িষ্যার জাজপুরে ৬ নম্বর জাতীয় সড়কে বারাবতী সেতু থেকে নিচে পড়ে বাসটি। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি কটক থেকে কলকাতায় আসছিল বলে খবর। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় পুলিস ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন, Narendra Modi: ইডির মাত্র ৩ শতাংশ মামলা রাজনীতিবিদদের বিরুদ্ধে, এ নিয়ে বিরোধীদের এত হইচই কীসের!

নিহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। আহতদেরও চিকিত্সা চলছে। আহতদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের বলে প্রাথমিক সূত্রের খবর। দমকলকর্মীরা বাসটিকে কেটে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ২৪ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আহত ১২ জন পূর্ব মেদিনীপুরের। ১ জন উত্তর দিনাজপুরের বাসিন্দাও আহত বলে জানা গিয়েছে। কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ সরকারের। 

উড়িষ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনায় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। উড়িষ্যার মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রাজ্যের মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আহতদের রাজ্যে নিয়ে আসার ব্যবস্থা রাজ্য সরকারের। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বর-033 2214 3524। এখনও পর্যন্ত পাওয়া খবরে দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩২ জন হাসপাতালে ভর্তি। 

আরও পড়ুন, Indian Railways: আরশোলা-ইঁদুর অতীত, এবার দূরপাল্লার ট্রেনে যাত্রীদের কামড়াচ্ছে বিষাক্ত সাপ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.