পুঞ্চ-রাওয়ালকোট বাস পরিষেবা স্থগিত পাকিস্তানের

নিয়ন্ত্রণ রেখার দুই দিকেই এখন উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই পুঞ্চ-রাওয়ালকোট বাস পরিষেবা স্থগিত করা হল পাকিস্তানের তরফ থেকে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোন নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

Updated By: Jan 11, 2013, 02:27 PM IST

নিয়ন্ত্রণ রেখার দুই দিকেই এখন উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই পুঞ্চ-রাওয়ালকোট বাস পরিষেবা স্থগিত করা হল পাকিস্তানের তরফ থেকে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোন নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

চলতি সপ্তাহের মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী জম্মু-কাশ্মীরের মেন্ধরে দু`দেশের মধ্যেকার এলওসি টপকে দুই ভারতীয় জওয়ানকে হত্যা করে। এরপর থেকে ভারত-পাকিস্তান দু`দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।
২০০৬-এর জুন মাসে পুঞ্চ-রাওয়ালকোটের মধ্যে বাস পরেষেবা শুরু হয়। ভারত-পাকিস্তান উভয় দেশের মধ্যে দ্বিতীয় দফায় এরকম যানবাহন পরিষেবার ব্যবস্থা করা হয়। এর ফলে কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের মধ্যে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হয়েছিল।

.