প্রভুকে সরিয়ে রেলে গড়করি! জেনে নিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হতে পারেন কারা

Updated By: Sep 1, 2017, 09:51 AM IST
প্রভুকে সরিয়ে রেলে গড়করি!  জেনে নিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হতে পারেন কারা

ওয়েব ডেস্ক: ব্রিক্স-এর সম্মেলনে প্রধানমন্ত্রী বেইজিং ‌যাওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হয়ে ‌যেতে পারে। এনিয়ে জোর তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

গতকালই পদত্যাগ করেছেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুড়ি ও ফগ্গন সিং কুলাস্তে। এছাড়াও পদ ছেড়েছেন উমা ভারতী, গিরিরাজ সিং, সঞ্জীব বালিয়ান ও রাধা মোহন। কিন্তু নতুন কাদের কোন দফতরে আনা হচ্ছে তা নিয়ে জল্পনা রয়েছে।

কয়েকদিন আগেই রেল দুর্ঘটনার দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। প্রধানমন্ত্রী তাঁকে থামান। শোনা ‌যাচ্ছে প্রভুকে সরিয়ে রেলে আনা হচ্ছে নীতিন গড়করিকে। প্রভুকে সম্ভবত দেওয়া হতে পারে পরিবেশ মন্ত্রক।

এদিকে, সদ্য এনডিএতে ‌যোগ দেওয়া জেডিইউকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। মন্ত্রিসভায় আনা হতে পারে জেডিইউয়ের রামচন্দ্র প্রসাদ সিং ও সন্তোষ কুশওয়াহাকে। মন্ত্রিসভায় আনা হতে পারে অনন্ত কুমারকে। তাঁকে দেওয়া হতে পারে নগর উন্নয়ন মন্ত্রক।

অারও পড়ুন-গুজরাতে ভয়াবহ আকার নিচ্ছে সোয়াইন ফ্লু, দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা

.