''সবার বেডরুমে উঁকি দিতে পারব না '' পর্নসাইট ব্যান প্রসঙ্গে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

''আমরা সবার বেডরুমে উপস্থিত থাকতে পারব না।'' আজ পর্ন সাইট ব্যান করার দাবিতে একটি পিটিশনের জবাবে সুপ্রিমকোর্টেকে একথা জানাল কেন্দ্র সরকার। তবে চাইল্ড পর্নগ্রাফি বন্ধের সপক্ষেই মত দিয়েছে কেন্দ্র।

Updated By: Aug 10, 2015, 02:18 PM IST
''সবার বেডরুমে উঁকি দিতে পারব না '' পর্নসাইট ব্যান প্রসঙ্গে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

ওয়েব ডেস্ক: ''আমরা সবার বেডরুমে উপস্থিত থাকতে পারব না।'' আজ পর্ন সাইট ব্যান করার দাবিতে একটি পিটিশনের জবাবে সুপ্রিমকোর্টেকে একথা জানাল কেন্দ্র সরকার। তবে চাইল্ড পর্নগ্রাফি বন্ধের সপক্ষেই মত দিয়েছে কেন্দ্র।

অ্যাটর্নি জেনেরাল মুকুল রোহত্যাগি জানিয়েছেন পর্নসাইয় ব্যান করা নিয়ে সমাজ ও সংসদে বৃহত্তর বিতর্ক প্রয়োজন।

সরকারি পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছেন ''আমরা কোনও ভাবেই সর্বগ্রাসী রাষ্ট্র হয়ে উঠতে পারি না।''

গত সপ্তাহে নৈতিকতার দোহাই দিয়ে কেন্দ্র সরকার ৮৫০টি পর্নসাইট ব্লক করা সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্কের ঝড় ওঠে। সরকারের বিরুদ্ধে ব্যক্তিস্বাধীনতায়, ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। এই ব্যাকল্যাশ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ব্যান উঠিয়ে নিতে খানিকটা বাধ্যই হয় সরকার।

তবে যে চাইল্ড পর্নগ্রাফি সাইটগুলো বন্ধের জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

তবে বহু সার্ভিস প্রোভাইডারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সরকারের এই আদেশ ধোঁয়াটে, বাস্তবসম্মত নয়।

 

.