আরও কমতে চলেছে নগদে লেনদেনের ঊর্ধ্বসীমা!

৩ লাখের বেশি টাকা নগদে লেনদেন করা যাবে না। নিয়ম ভাঙলেই হবে জরিমানা। ২০১৭-১৮ বাজেট অধিবেশনের সময়ই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবার নগদে লেনদেনের  সেই ঊর্ধ্বসীমা আরও কমতে চলেছে।

Updated By: Mar 22, 2017, 04:18 PM IST
আরও কমতে চলেছে নগদে লেনদেনের ঊর্ধ্বসীমা!

ওয়েব ডেস্ক : ৩ লাখের বেশি টাকা নগদে লেনদেন করা যাবে না। নিয়ম ভাঙলেই হবে জরিমানা। ২০১৭-১৮ বাজেট অধিবেশনের সময়ই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবার নগদে লেনদেনের  সেই ঊর্ধ্বসীমা আরও কমতে চলেছে।

সরকারের তরফে একটি সংশোধনী আনা হয়েছে প্রস্তাবিত অর্থ বিলে। যেখানে বলা হয়েছে, নগদে লেনদেনের ঊর্ধ্বসীমা আরও কমিয়ে ২ লাখ করার জন্য। বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়ে দিলেই, নগদে ২ লাখ টাকার বেশি লেনদেন জরিমানার আওতায় চলে আসবে। এক্ষেত্রেও নিয়ম ভাঙলে, সমপরিমাণ টাকাই জরিমানা দিতে হবে।

মঙ্গলবার সরকারের তরফে এই প্রস্তাব করা হয়। টুইট করে একথা জানান রাজস্ব সচিব হাসমুখ আধিয়া। কালো টাকার কারবারে রাশ টানার উদ্দেশ্যে নগদে লেনদেনের ঊর্ধসীমা বেঁধে দিতে প্রস্তাব করে সুপ্রিম কোর্টের তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিম।

আরও পড়ুন, বন্ধ হয়ে যাচ্ছে স্টেট ব্যাঙ্কের এত সংখ্যক অফিস!

.