ঘুষকাণ্ডে চাপ বাড়ছে কংগ্রেসের, জেরা করা হবে রেলমন্ত্রীকে

কংগ্রেসের জন্য আরও এক দফা অস্বস্তি। ঘুষকাণ্ডে রেলমন্ত্রী পবন কুমার বনশলকে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেলর এক উচ্চ পদস্থ আধিকারিকে আরও বড় পদ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পবন কুমারের ভাগ্নের বিরুদ্ধে। সেই ঘটনায় চলতি সপ্তাহের মধ্যেই রেলমন্ত্রীকেও জেরা করা হবে।

Updated By: May 9, 2013, 02:13 PM IST

কংগ্রেসের জন্য আরও এক দফা অস্বস্তি। ঘুষকাণ্ডে রেলমন্ত্রী পবন কুমার বনশলকে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেলর এক উচ্চ পদস্থ আধিকারিকে আরও বড় পদ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পবন কুমারের ভাগ্নের বিরুদ্ধে। সেই ঘটনায় চলতি সপ্তাহের মধ্যেই রেলমন্ত্রীকেও জেরা করা হবে।
গত ৪ মে ৯০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দারা। বিজয় সিঙ্গল ও মহেষ কুমার নামের দুই ব্যক্তিকে গত দু`মাস ধরে হাজারটিরও বেশি ফোন কল খতিয়ে দেখে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সেই ফোন কলগুলি বহু জায়গায় রেলমন্ত্রীর নাম উল্লেখ পাওয়া গিয়েছে। মহেষ কুমারকে জেরা করেও একই তথ্য পেয়েছে সিবিআই। তিনি জানিয়েছেন, সিঙ্গলের সঙ্গে তাঁর আলাপ হয় বনশলের দফতরেই।
যদিও পুলিসি জেরায় বিজয় জানিয়েছেন, তাঁরা মামা পবন কুমার কোনও ভাবেই ঘুষকাণ্ডের সঙ্গে জড়িত নন। সিবিআই সূত্র মারফত উঠে এসেছে, মামার সূত্রে প্রায়ই রেল ভবনে যেতেন বিজয় সিঙ্গাল। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ওঠাবসা ছিল তাঁর।
সিবিআইয়ের অভিযোগ, মনিষ কুমারের কাছ থেকে উদ্ধার করা ৯০ লক্ষ টাকা সামান্য মাত্র। উভয় পক্ষের মধ্যে ১০ কোটি টাকার চুক্তি হয়েছিল বলে তদন্তে জানতে পেড়েছে গোয়েন্দারা।

.