আজ সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ
আজ CBSE-র দশম শ্রেণির ফলপ্রকাশ। বোর্ডের তরফে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই তা আপলোড করা হবে বিভিন্ন ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা সেইসব ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবেন সঙ্গে সঙ্গে নিজেদের সুবিধামতো। ওয়েবসাইটগুলি হল: www.results.nic.in,
ওয়েব ডেস্ক: আজ CBSE-র দশম শ্রেণির ফলপ্রকাশ। বোর্ডের তরফে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই তা আপলোড করা হবে বিভিন্ন ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা সেইসব ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবেন সঙ্গে সঙ্গে নিজেদের সুবিধামতো। ওয়েবসাইটগুলি হল: www.results.nic.in,
আরও পড়ুন আজ নির্বাচন কমিশনের ছুঁড়ে দেওয়া ইভিএম চ্যালেঞ্জ কীভাবে সামলায় রাজনৈতিক দলগুলি, দেখার সেটাই
www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.examresults.net। SMS-ও ফল জানা যাবে। এছাড়া সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের IVR পরিষেবার মাধ্যমেও দশম শ্রেণির ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর CBSE-র দশম শ্রেণির পরীক্ষায় মোট সাতাশ লক্ষ পয়ষট্টি হাজার নশো তিরানব্ববই জন ছাত্র ছাত্রীর মধ্যে, পরীক্ষায় বসেছিল ষোলো লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর জন।