'স্বচ্ছ ভারত' অভি‌যানে সামিল হওয়ার জন্য সেলেবদের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

Updated By: Sep 23, 2017, 03:09 PM IST
'স্বচ্ছ ভারত' অভি‌যানে সামিল হওয়ার জন্য সেলেবদের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: দেশকে পরিচ্ছন্ন করতে ক্ষমতায এসেই 'স্বচ্ছ ভারত' কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসূচিতে সামিল হওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের আমন্ত্রণ জানিযেছেন তিনি। কর্মসূচি রূপায়ণে সহযোগিতা চেয়ে এবার আরও কয়েকজন নামি ব্যক্তিত্বকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। 

চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন,"মহাত্মা গান্ধী মনে করতেন, পরিচ্ছন্নতা নিয়ে কোনও ব্যক্তির ভাবনা, তাঁর সামাজিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। পরিচ্ছন্নতাই সেবা। এই মন্ত্রকে নিয়ে আগামী দিনে আমরা পথ চলব। আমি আপনাকে ব্যক্তিগতভাবে এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।" প্রধানমন্ত্রীর চিঠি ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন সেলেবরা। চিঠি পেয়েছেন ক্রিকেটার অজিঙ্ক রাহানে, অভিনেতা বরুণ ধবন ও অভিনেত্রী অনুষ্কা শর্মা।

 

 

 

আরও পড়ুন, ভোটব্যাঙ্কের রাজনীতি করি না, দলের থেকেও বড় দেশ: প্রধানমন্ত্রী

.