ঘুষ নেওয়ার অভিযোগে সিন্ডিকেট ব্যাঙ্কের চেয়ারম্যান গ্রেফতার

এ যেন ঠিক বাঘের ঘরে ঘোগের বাসা। সিবিআইয়ের তদন্তে কয়েক লক্ষাধিক টাকা উদ্ধার করা হল সিন্ডিকেট ব্যাঙ্কের চেয়ারম্যানের কাছ থেকে। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সুধীর কুমার জৈন সহ ১১ জনকে।

Updated By: Aug 3, 2014, 02:17 PM IST
ঘুষ নেওয়ার অভিযোগে সিন্ডিকেট ব্যাঙ্কের চেয়ারম্যান গ্রেফতার

ওয়েব ডেস্ক: এ যেন ঠিক বাঘের ঘরে ঘোগের বাসা। সিবিআইয়ের তদন্তে কয়েক লক্ষাধিক টাকা উদ্ধার করা হল সিন্ডিকেট ব্যাঙ্কের চেয়ারম্যানের কাছ থেকে। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সুধীর কুমার জৈন সহ ১১ জনকে।

সিবিআই জানিয়েছে, সুধীর কুমার এক বেসরকারি কোম্পানীকে লোন পাইয়ে দেওয়া ও বিশেষ সুবিধার জন্য মোটা অঙ্কের অর্থ ঘুষ নেন। তাঁর কাছ থেকে ৪৯ লক্ষ ৯১ হাজার টাকা উদ্ধার করেছে। তবে সিবিআই তরফ থেকে সেই বেসরকারি কোম্পানির নাম প্রকাশ করা হয়নি।

জালিয়াতি, প্রতারণার অভিযোগ সুধীর জৈনকে সিবিআই হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাঁকে আদালতে তোলা হবে। ঘুষের অভিযোগ আসার পর সিবিআই চারটি বড় শহরে তদন্ত চালায়। ধৃত ব্যাঙ্ক ম্যানেজারের বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ টাকা, সোনা ও কিছু গুরুত্বপূর্ণ নথি।

.