নতুন বছরের প্রথম দিন থেকেই বাতিল হয়ে যাবে এই ব্যাঙ্কগুলির চেক বই

সংযুক্তিকরণের পরই এই ব্যাঙ্কগুলির চেক বই বাতিল করার কথা জানিয়ে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

Updated By: Dec 27, 2017, 05:02 PM IST
নতুন বছরের প্রথম দিন থেকেই বাতিল হয়ে যাবে এই ব্যাঙ্কগুলির চেক বই

নিজস্ব প্রতিবেদন:  ৩১ ডিসেম্বরের পর থেকে বাতিল হয়ে যাচ্ছে  সাতটি ব্যাঙ্কের চেক। ভারতীয় মহিলা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের ও জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ রায়পুর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রাভাঙ্কোর ও স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ-এর চেক আর ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।

 

সংযুক্তিকরণের পরই এই ব্যাঙ্কগুলির চেক বই বাতিল করার কথা জানিয়ে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চেক বই বৈধ থাকবে বলে জানানো হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। 
নতুন চেক বই সংগ্রহের জন্য গ্রাহকদের স্থানীয় এসবিআই শাখার সঙ্গে যোগাযোগ করতে হবে। অথবা অনলাইন, মোবাইল, এটিএম-এর মাধ্যমে করা যাবে আবেদন।

 

.