চলে গেলেন প্রবাদপ্রতিম শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কিশোরী আমোনকর

চলে গেলেন প্রবাদপ্রতিম শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কিশোরী আমোনকর। গতকাল রাতে মুম্বইয়ে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল চুরাশি বছর। জয়পুর ঘরানার শিল্পীদের মধ্যে তিনি এক উজ্জ্বল নাম। ১৯৩২ সালের ১০ এপ্রিল জন্ম কিশোরী আমোনকরের। মা, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মগুবাই কুরদিকরের কাছে প্রথম তালিম। পরবর্তী সময়ে জয়পুর ঘরানার সঙ্গীতে নিজস্ব স্টাইল তৈরি করেন কিশোরী আমোনকর। খেয়াল, ঠুংরি, ভজন - হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যকে আমৃত্যু ধরে রেখেছিলেন তিনি। গত সপ্তাহেও ছিল অনুষ্ঠান। ২০০২-এ  তাঁকে পদ্মবিভূষণে সম্মানিত করে দেশ। কিশোরী আমোনকরের প্রয়াণে হিন্দুস্তানি মার্গ সঙ্গীতে এক বিরাট শূন্যস্থান তৈরি হল।

Updated By: Apr 4, 2017, 09:47 AM IST
চলে গেলেন প্রবাদপ্রতিম শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কিশোরী আমোনকর

ওয়েব ডেস্ক: চলে গেলেন প্রবাদপ্রতিম শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কিশোরী আমোনকর। গতকাল রাতে মুম্বইয়ে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল চুরাশি বছর। জয়পুর ঘরানার শিল্পীদের মধ্যে তিনি এক উজ্জ্বল নাম। ১৯৩২ সালের ১০ এপ্রিল জন্ম কিশোরী আমোনকরের। মা, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মগুবাই কুরদিকরের কাছে প্রথম তালিম। পরবর্তী সময়ে জয়পুর ঘরানার সঙ্গীতে নিজস্ব স্টাইল তৈরি করেন কিশোরী আমোনকর। খেয়াল, ঠুংরি, ভজন - হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যকে আমৃত্যু ধরে রেখেছিলেন তিনি। গত সপ্তাহেও ছিল অনুষ্ঠান। ২০০২-এ  তাঁকে পদ্মবিভূষণে সম্মানিত করে দেশ। কিশোরী আমোনকরের প্রয়াণে হিন্দুস্তানি মার্গ সঙ্গীতে এক বিরাট শূন্যস্থান তৈরি হল।

সুপ্রিম কোর্টের রায়ে হাইওয়ের ধারে মদ বিক্রি বন্ধ, কমবে কি দুর্ঘটনা?

.