কাভিন্দর গুপ্তাকে নিমন্ত্রণ পাঠায়নি পাকিস্তান, কমনওয়েল্থ সংসদীয় বৈঠক বয়কট করতে পারে ভারত

আসন্ন কমনওয়েল্থ সংসদীয় বৈঠকে জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ জানাবে না পাকিস্তান। তারজন্য ভারত যদি বৈঠক বয়কটও করে, সিদ্ধান্ত বদলাবে না ইসলামাবাদ। জানিয়েছেন পাক ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক। ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ইসবামাবাদে বসছে কমনওয়েল্থ পার্লামামেন্টারি কনফারেন্স। সেখানে কমনওয়েল্থ গোষ্ঠীভুক্ত দেশগুলির সব রাজ্যের বিধানসভার অধ্যক্ষদের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। ব্যতিক্রম, জম্মু ও কাশ্মীর বিধানসভার অধ্যক্ষ কাভিন্দর গুপ্তা। প্রতিবাদে বৈঠকে যোগ না দেওয়ার হুমকি দিয়েছে দিল্লি। আয়াজ সাদিককে উদ্ধৃত করে দাবি করেছে পাকিস্তানের ডন পত্রিকা। তাঁর বক্তব্য, জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ইসলামাবাদ নিজেদের অবস্থানে অনড়। সাদিকের মতে, রাষ্ট্রসংঘের অ্যাজেন্ডায় রয়েছে কাশ্মীর ইস্যু এবং উনিশশে সাতচল্লিশ থেকেই সেটি বিতর্কের কেন্দ্রে।

Updated By: Aug 12, 2015, 02:14 PM IST
কাভিন্দর গুপ্তাকে নিমন্ত্রণ পাঠায়নি পাকিস্তান, কমনওয়েল্থ সংসদীয় বৈঠক বয়কট করতে পারে ভারত

ওয়েব ডেস্ক: আসন্ন কমনওয়েল্থ সংসদীয় বৈঠকে জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ জানাবে না পাকিস্তান। তারজন্য ভারত যদি বৈঠক বয়কটও করে, সিদ্ধান্ত বদলাবে না ইসলামাবাদ। জানিয়েছেন পাক ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক। ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ইসবামাবাদে বসছে কমনওয়েল্থ পার্লামামেন্টারি কনফারেন্স। সেখানে কমনওয়েল্থ গোষ্ঠীভুক্ত দেশগুলির সব রাজ্যের বিধানসভার অধ্যক্ষদের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। ব্যতিক্রম, জম্মু ও কাশ্মীর বিধানসভার অধ্যক্ষ কাভিন্দর গুপ্তা। প্রতিবাদে বৈঠকে যোগ না দেওয়ার হুমকি দিয়েছে দিল্লি। আয়াজ সাদিককে উদ্ধৃত করে দাবি করেছে পাকিস্তানের ডন পত্রিকা। তাঁর বক্তব্য, জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ইসলামাবাদ নিজেদের অবস্থানে অনড়। সাদিকের মতে, রাষ্ট্রসংঘের অ্যাজেন্ডায় রয়েছে কাশ্মীর ইস্যু এবং উনিশশে সাতচল্লিশ থেকেই সেটি বিতর্কের কেন্দ্রে।

.