ডেরেকের মন্তব্য ঘিরে বিতর্ক, সংসদ অচল করার হুঁশিয়ারি সুদীপের

নোটকাণ্ডে মুলতুবি প্রস্তাব গ্রহণ না করলে সংসদ চলতে দেওয়া হবে না। আজ এই ভাষাতেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। একমাত্র মুলতুবি প্রস্তাব গ্রহণ করলে তবেই আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

Updated By: Nov 18, 2016, 12:40 PM IST
ডেরেকের মন্তব্য ঘিরে বিতর্ক, সংসদ অচল করার হুঁশিয়ারি সুদীপের

ওয়েব ডেস্ক : নোটকাণ্ডে মুলতুবি প্রস্তাব গ্রহণ না করলে সংসদ চলতে দেওয়া হবে না। আজ এই ভাষাতেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। একমাত্র মুলতুবি প্রস্তাব গ্রহণ করলে তবেই আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে আজ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের মন্তব্য ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। কংগ্রেস ও বামেরা যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানালেও, তৃণমূলের বক্তব্য, জেপিসি তদন্তের কোনও প্রয়োজন নেই। আর এখানেই তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন অন্য বিরোধী দলগুলি। সব মিলিয়ে আজও সংসদীয় রাজনীতিতে টানটান চিত্রনাট্য। আরও পড়ুন, নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে ৩ দিনের সময়সীমা মমতার!

.