ভয়ঙ্কর আকার নিচ্ছে Covid সংক্রমণ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে Modi

তকাল মন্ত্রিসভার এক বৈঠকের পর উদ্ধব ঠাকরে সরকার সিদ্ধান্ত নিয়েছে সোমবার থেকে এমাসের শেষ পর্যন্ত জারি হচ্ছে নাইট কার্ফু

Updated By: Apr 5, 2021, 08:50 PM IST
ভয়ঙ্কর আকার নিচ্ছে Covid সংক্রমণ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে Modi

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ পুরনো ফর্মে ফিরছে করোনা সংক্রমণ। সোমবার দেশজুড়ে আক্রান্ত ১,০৩,৫৫৮ জন। দেশের ৮ রাজ্য়ের পরিস্থিতি আশঙ্কাজনক। বাংলাতেও দৈনিক সংক্রমণ ২ হাজারের কাছাকাছি। এরকম এক পরিস্থিতিতে ৮ এপ্রিল বৃহস্পতিবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-শাঁখ বাজিয়ে, ফুল ছড়িয়ে বরণ, গাড়িতে চড়েই আশীর্বাদ নিতে ভোটারদের দুয়ারে জাকির 

কেন্দ্র সরকার সূত্রে খবর, বৃহস্পতিবার ও বৈঠক হবে সন্ধে সাড়ে ছটায়। বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্য সচিব। দেশের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। ওইসব রাজ্যের মুখ্যসচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে করোনা করোনা নিয়ন্ত্রণে বেশকিছু নির্দেশিকাও দিতে পারেন প্রধানমন্ত্রী। 

করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই রবিবার এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকের পরই মহারাষ্ট্র, পঞ্জাব ও ছত্তীসগঢ়ে কেন্দ্রের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি ওই বৈঠকে মোট ৫ দফা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলি হল টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, কোভিড বিধি মানা ও টিকাকরণ।

আরও পড়ুন-মাওবাদীরা বন্দি করেছে ১ জওয়ানকে, আসছে রহস্যজনক ফোন, ফিরিয়ে দেওয়ার চিঠি স্ত্রীয়ের

এদিকে, রাজ্যে ভয়ঙ্কর করোনা সংক্রমণে রাশ টানতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।  গতকাল মন্ত্রিসভার এক বৈঠকের পর উদ্ধব ঠাকরে সরকার সিদ্ধান্ত নিয়েছে সোমবার থেকে এমাসের শেষ পর্যন্ত জারি হচ্ছে নাইট কার্ফু(Nighta Curfew)।  সপ্তাহের শেষে শুক্রবার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত জারি হবে লকডাউন(Lockdown)। নাইট কার্ফু জারি হবে সন্ধে ৮ টা থেকে সকাল ৭টা পর্যন্ত। এছাড়াও ৫ জনের বেশি জমায়েতে জারি হচ্ছে নিষেধাজ্ঞা। মল, রেস্টুরেন্ট, ধর্মীয় স্থান বন্ধ থাকবে। চালু থাকবে হোম ডেলিভারিও অত্যাবশ্যকীয় পরিষেবা। পরিবহন চালু থাকবে পঞ্চাশ শতাংশ। দিনভর জারি থাকবে ১৪৪ ধারা।

.