WB Assembly Election 2021: শাঁখ বাজিয়ে, ফুল ছড়িয়ে বরণ, গাড়িতে চড়েই আশীর্বাদ নিতে ভোটারদের দুয়ারে জাকির

Apr 05, 2021, 19:59 PM IST
1/7

প্রায় দেড় মাসের লড়াইয়ের পর তিনি ফিরেছেন আপনজনদের কাছে। ঘরে ফিরেই প্রচারে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও জঙ্গিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জাকির হোসেন। এক ঝলক তাঁর দেখা পেতে উপচে পড়ল ভিড়। প্রতিবন্ধকতা পেরিয়ে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ফের ভোট প্রচারে জাকির হোসেন। 

2/7

২০২১ এর নির্বাচনে যে এভাবে প্রচারে যেতে হবে তা হয়তো কল্পনা করতে পারেননি জাকির হোসেন। কর্মী সমর্থকরা রয়েছে তাঁর সঙ্গে, রাস্তার দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে ভোটাররা, সঙ্গে রয়েছেন অজস্র নিরাপত্তারক্ষী। কষ্ট একটাই, নিজের পায়ে ভর করে হেঁটে গিয়ে ভোটারদের সঙ্গে হাত মেলাতে পারছেন না।  

3/7

এ বছর ১৭ ফেব্রুয়ারি, নিমতিতা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের আতঙ্ক আজও তাঁর চোখে মুখে স্পষ্ট। ক্ষতিগ্রস্ত পা নিয়ে গাড়িতে চেপেই জঙ্গিপুর বিধানসভার চাঁদপুর অঞ্চল থেকে জনতার দরবার পর্যন্ত প্রায় ৪ কিমি পথ, ভোটারদের আশীর্বাদ নিতে নিতে ভোট প্রচার করলেন সোমবার। কেউ  ফুল ছিটিয়ে স্বাগত জানালেন, কেউ আবার শাঁখ বাজিয়ে জানালেন অভ্যর্থনা, কোথাও আবার 'জাকির হোসেন জিন্দাবাদ' স্লোগানে মুখরিত হয়ে উঠল তাঁর যাত্রাপথ।   

4/7

আবেগ জড়িত গলায় জাকির হোসেনের মন্তব্য, 'আমি পুনর্জন্ম পেয়ে আমার এলাকার ভোটারদের কাছে আসতে পেরে খুশি। এটাই আমার কাছে বড় প্রাপ্তি। মন কাঁদছিল, কবে আমি আবার এলাকার মানুষের কাছে গিয়ে পৌঁছব! 

5/7

দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় পর তাঁর পছন্দের জায়গা জনতার দরবারে আবারও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জাকির হোসেনের প্রচার পর্বের প্রথম দিনেই সাধারন মানুষও ছিলেন অনেকটাই আপ্লুত। মহিলাদের স্বীকারক্তি, মন্ত্রীকে দেখে তারা যেন আশ্বস্ত বোধ করছেন, তাঁর সুস্থতা কামনা করে একটা সময় মাজারে চাদর চড়িয়েছিলন অনেকে। মহাযজ্ঞে দ্রুত সুস্থতা কামনাও হয়েছে।  

6/7

লকডাউনের সময় তাঁদের এলাকাতেও এসেছিলেন মন্ত্রী। আজকে আবার দীর্ঘ ঝড় ঝাপটা পেরিয়ে জাকির হোসেনকে চোখের দেখা দেখে চোখে জল এল অনেকেরই। 

7/7

মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন জাকির হোসেন। নতুন জীবন ফিরে পেয়ে, নিজের এলাকায় এসে, মানুষের উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দনে আপ্লূত খোদ প্রার্থীও। শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে জনতার জন জোয়ারে দৃঢ় হয়েছে মনোবল। এবারের ভোটে অনেক বেশি মার্জিনে জয় নিয়ে আত্মবিশ্বাসী জাকির হোসেন।