রাহুল নয়, আগামী এক বছর সোনিয়াই কংগ্রেসের সভাপতি

 কংগ্রেস ওয়ার্কিং কমিটি চাইলেও আগামী ১ বছর কংগ্রেস সভাপতি থাকছেন সোনিয়া গান্ধীই। 

Updated By: Nov 7, 2016, 06:40 PM IST
রাহুল নয়, আগামী এক বছর সোনিয়াই কংগ্রেসের সভাপতি

ওয়েব ডেস্ক: কংগ্রেস ওয়ার্কিং কমিটি চাইলেও আগামী ১ বছর কংগ্রেস সভাপতি থাকছেন সোনিয়া গান্ধীই। 

 

আজ আবারও রাহুল গান্ধীকেই ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিতে সর্বসম্মতিক্রমে অনুরোধ করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ছেচল্লিশ বছর বয়সী এই নেতাকে দীর্ঘ দিন ধরেই তাঁর মায়ের পদে চাইছেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। আজ, সনিয়া গান্ধীর অনুপস্থিতিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতৃত্ব দিতে গেলে রাহুলকে এই সম্মিলিত অনুরোধ করা হয়।

আরও পড়ুন-অসুস্থতা ও দিল্লির দূষণের জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক এড়ালেন সনিয়া : সূত্র

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে একটানা কংগ্রেস সভাপতির পদে আসীন রয়েছেন সনিয়া গান্ধী। সাম্প্রতিক অতীতে, বেশ কয়েক বছর ধরে রাহুলকে সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য দাবি উঠেছে। কিন্তু, এখনও পর্যন্ত সেই দাবি মান্যতা পায়নি।

মনে করা হচ্ছে, আগামী বছর উত্তরপ্রদেশ ও পঞ্জাবের ভোটের কথা মাথায় রেখে দল যাতে কোমর বেঁধে ভোট যুদ্ধে নামতে পারে তাই তারুণ্যে ভরসা রাখতে চাইছে কংগ্রেসের বর্ষীয়ানরা। কিন্তু কংগ্রেসে পদের রদবদল নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত সামনে আসেনি।

আরও পড়ুন- হায় রে দেশ! মৃত স্ত্রীর দেহ ঠেলাগাড়িতে নিয়ে ৮০ কিমি পাড়ি বৃদ্ধের

.