Mustard Oil Price: পেট্রোল-ডিজেলের পর এবার অনেকটাই কমলো সর্ষের তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দাম বেড়েছিল সয়াবিন তেলেরও। এবার সয়াবিন তেলেরও দাম কমেছে প্রায় একশো টাকা প্রতি কুইন্টালে

Updated By: May 23, 2022, 01:36 PM IST
Mustard Oil Price: পেট্রোল-ডিজেলের পর এবার অনেকটাই কমলো সর্ষের তেলের দাম

নিজস্ব প্রতিবেদন: পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক অনেকটাই কম করেছে কেন্দ্র। ফলে এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমেছে পেট্রোল-ডিজেলের। এবার দাম কমলো সর্ষের তেলের। এর কারণ হল ইন্দোনেশিয়া তার ভোজ্য তেলের রফতানি ফের চালু করায়।

ইন্দোনেশিয়া ভোজ্য তেল রফতানি বন্ধ করে দেওয়ায় গোয়া বিশ্বেই ভোজ্যে তেলের দাম এক লাফে বেড়ে যায়। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। ফলে ভারতেও অধিকাংশ তৈল বীজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহেই সর্ষের দাম কুইন্টালে কমপক্ষে ১০০ টাকা কম হয়েছে।

তৈলবীজের দাম কম হওয়ায় কুইন্টাল প্রতি দাদরি সর্ষের তেলের দাম ২৫০ টাকা কমে ১৫,০৫০ টাকা হয়েছে। অন্যদিকে, ১৫ কেজির কাচ্চি ঘানি ও পাক্কি ঘানির সর্ষের তেলের দাম কমেছে ৪০ টাকা। 

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দাম বেড়েছিল সয়াবিন তেলেরও। এবার সয়াবিন তেলেরও দাম কমেছে প্রায় একশো টাকা প্রতি কুইন্টালে। এর পাশাপাশি বাদাম তেলের দামেও ১৫ কেজির টিনে দাম কমেছে ২৫ টাকা। অন্যদিকে, পামোলিন তেলের দাম ৫২০-৬০০ টাকা কমেছে।

আরও পড়ুন-শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিব্রত রাজ্য, শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে তলব রাজ্যপালের

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.