আগামী ৫ বছরে ব্যাঙ্ক প্রতিষ্ঠানের মৃত্যু ঘটবে, পুরোটাই হবে অনলাইন : অমিতাভ কান্ত

কম খরচায় ইন্টারনেট। তাত্ক্ষণিক দ্রুত লেনদেন। প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক উপযোগিতা। মূলত এই তিন কারণেই আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন। দেশে 'ব্যাঙ্ক' বলে কিছু 'থাকবে না'। পুরোটাই হবে অনলাইন। বললেন নীতি আয়োগের CEO অমিতাভ কান্ত।

Updated By: Jun 9, 2017, 02:23 PM IST
আগামী ৫ বছরে ব্যাঙ্ক প্রতিষ্ঠানের মৃত্যু ঘটবে, পুরোটাই হবে অনলাইন : অমিতাভ কান্ত

ওয়েব ডেস্ক : কম খরচায় ইন্টারনেট। তাত্ক্ষণিক দ্রুত লেনদেন। প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক উপযোগিতা। মূলত এই তিন কারণেই আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন। দেশে 'ব্যাঙ্ক' বলে কিছু 'থাকবে না'। পুরোটাই হবে অনলাইন। বললেন নীতি আয়োগের CEO অমিতাভ কান্ত।

ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (IAMAI)-র এক ইভেন্টে কান্ত বলেন, "আগামী ৫-৬ বছরের মধ্যে ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের মৃত্যু ঘটবে। খরচের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে, ব্যাঙ্কিং প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে অনলাইনই হবে একমাত্র ভরসা ও সমাধান।"

বলেন, "তথ্য যাচাইয়ের জন্য বিভিন্ন ডেটা অ্যানালিসিস ফার্মই আগামীদিনে মুখ্য ভূমিকা নেবে। এমনকী 'রেকর্ড' ভালো থাকলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই লোন পেয়ে যাবেন আবেদনকারী।" অর্থসম্পদে ধনী হওয়ার আগে ভারত 'ডেটা রিচ' হয়ে উঠবে বলেও, উল্লেখ করেন কান্ত। জানান, গত ৪৫ বছরে যেখানে ২৮টি ব্যাঙ্ককে লাইসেন্স দিয়েছে সরকার, সেখানে গত ১৮ মাসে মধ্যেই ২১টি পেমেন্ট ব্যাঙ্ককে লাইসেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন, ১৬ জুন থেকে সারা দেশে লাগু পেট্রোলের নয়া দাম ব্যবস্থা

.